রামপাল প্রকল্পের লাভ-ক্ষতি
Pros and cons of Rampal project
.
সুন্দরবনঘেঁষা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বিষয়ে সরকারপক্ষ দৃঢ়তা দেখালেও এর পক্ষে যৌক্তিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারছে না।
The government has adopted a firm stance about setting up a coal-fired power plant in close proximity to the Sundarbans, but has failed to come up with convincing arguments for the case.
এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন যে বিপর্যয়ের মুখে পড়বে, সে বিষয়ে একদল বিশেষজ্ঞ, পরিবেশবাদী ও সামাজিক আন্দোলনকারীরা নিশ্চিত।
Experts, environmentalists and social activists are vehemently opposed to this power plant, as this will simply place the forest in serious danger.
বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা সে কথা স্পষ্টভাবেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রকল্পের ভারতীয় ব্যবস্থাপনা পরিচালককে জানিয়ে দিয়েছেন।
They expressed themselves in no uncertain terms to the state minister for power and the project’s Indian managing director, during a discussion organized by the power ministry.
তাঁদের এ উদ্বেগ আমলে নিয়েই উত্তর দিতে হবে সরকারকে।
The government must come up with a response, taking their concern into consideration.
সুন্দরবন বিশ্বের বিরল বাদাবন (ম্যানগ্রোভ)।
The Sundarbans is one of the rarest mangrove forests in the world.
বিশাল অরণ্য, অসংখ্য প্রাণী ও জৈবসত্তা, অজস্র নদ-নদী ও জলজ প্রাণিকুল মিলিয়ে সুন্দরবন এক মহাপ্রাণব্যবস্থা।
It is a massive forest, a life system rich in flora and fauna, rivers and canals and aquatic life.
এই বন সুরক্ষিত থাকলে তা বর্তমান ও ভবিষ্যতের মানুষকে প্রাকৃতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক জ্ঞানসম্পদে সমৃদ্ধ করে যাবে।
If this forest is properly protected, it will remain an immense reservoir of natural, economic and scientific resources for the people at present and in the days to come.
জলবায়ু পরিবর্তন ও সামুদ্রিক দুর্যোগের বিরুদ্ধে সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক প্রাচীর।
The Sundarbans is a natural wall, safeguarding Bangladesh against the damages of climate change and natural disaster.
সুতরাং এই বনের জন্য ক্ষতিকর যেকোনো পদক্ষেপের আগে শতবার ভাবা উচিত।
Any plans that may harm this forest must certainly be examined minutely.
পরিবেশ ছাড়পত্র ছাড়াই এই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার যৌক্তিকতা থাকতে পারে না।
There can be no justification in going ahead with this project without environmental certification.
দ্বিতীয়ত, রামপালে এ পর্যন্ত দুটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এবং অদূরেই বেসরকারি আরেকটি বিদ্যুৎকেন্দ্র করার কাজ এগোচ্ছে।
Rampal is working on two 1320MW power plants and work on another private power plant is progressing nearby.
প্রশ্ন উঠেছে, একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে যে পরিবেশ সমীক্ষা করা হয়েছে, তা কীভাবে অন্য বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রযোজ্য হতে পারে?
How can the environmental feasibility study of one power plan apply to another?
অর্থমন্ত্রী নিজেও রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে বলে স্বীকার করেছেন।
The finance minister himself has admitted that the Rampal power plant will harm the Sundarbans.
এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকেও প্রকল্পটি ক্ষতিকারক।
An international study points out that the project is a financial loss for Bangladesh too.
এখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ হবে বর্তমানের চেয়ে ৬২ শতাংশ বেশি।
The power generation costs per unit here will be 62 percent higher than present costs.
তা ছাড়া ১৫ বছরের জন্য কর মওকুফ বাবদ সরকার বঞ্চিত হবে ৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার থেকে।
And with tax being written off for 15 years, the government is being deprived of US$ 93 crore 60 lakh.
পাশাপাশি নদী খনন ও রক্ষণাবেক্ষণের জন্যও বার্ষিক ব্যয় হবে ২ কোটি ৬০ লাখ ডলার!
Another US$ 2 crore 60 lakh will be spent annually on dredging and maintaining rivers.
বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু পরিবেশ ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ পথে কেন?
We need electricity, but why in a manner that is damaging to both the environment and the economy?
বিদ্যুৎকেন্দ্রের জন্য বিকল্প স্থান রয়েছে, সুন্দরবনের কোনো বিকল্প নেই।
There are other sites for power plants, but there is no second Sundarbans.