প্যাটার্ন – জেএসসি-গণিত-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 589
5881. প্রথম ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি কত?
- 150
- 225
- 50
- 250
5882. ১২৫, ১৫০, ৩৭০, ৪৫৫ সংখ্যাগুলো নিচের কোন সংখ্যার গুণিতক?
- 2
- 5
- 10
- 25
5883. ২, ১২, ৭২, ৪৩২,….সংখ্যাগুলো প্রতিবার কতগুণ হচেছ?
- দ্বিগুণ
- তিন গুণ
- চার গুণ
- ছয় গুণ
5884. ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০, সংখ্যাগুলো কত দ্বারা নি:শেষে বিভাজ্য?
- 3
- 5
- 9
- 10
5885. ৭, ১১, ১৫, ১৯, ২৩ সংখ্যাগুলোর বীজগণিতীয় রাশি-
- ৩ক + ৪
- ৪ক + ৩
- ৫ক + ২
- ৭ক + ১
5886. সকল মৌলিক সংখ্যা-।
- ১-এর চেয়ে ছোট
- ১-এর চেয়ে বড়
- ১ এর চেয়ে বড় কিন্তু ২ এর চেয়ে ছোট
- জোড় সংখ্যা
5887. ৬৫, ৬৮, ৭১, ৭৪, ৭৭, …… সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার পার্থক্য-।
- 3
- 4
- 5
- 7
5888. ১,৪,৭,১০,১৩……তালিকার-
- সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান।
- সংখ্যাগুলোতে ১ থেকে শুরু করে প্রতিবার ৩ যোগ করা হয়েছে।
- পরবর্তী সংখ্যা ১৬।
A,B,C
5889. ৩২, ৩৭, ৪২, ৪৭, ৫২,….সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যার সমষ্টি কত?
- 2
- 3
- 5
- 7
5890. কাঠি দিয়ে I V N এরূপ বর্ণমালার একটি প্যাটার্ন তৈরি করা হলো পরবর্তী বর্ণটি কী হবে?
- M
- W
- A
- X
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "প্যাটার্ন - জেএসসি-গণিত-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 589"