পারমাণবিক তথ্য:
পারমাণবিক শক্তিধর দেশ (অনুক্রমে)- ৮টি
এনপিটি চুক্তির আওতাধীন- ৫টি : মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন
এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি- ৩টি : ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া
এছাড়াও-
সম্ভাব্য পারমাণবিক শক্তিধর দেশ- ইসরায়েল
ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির অংশীদার- বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড ও তুরস্ক
(ন্যাটোর অন্তর্ভুক্ত পারমাণবিক শক্তিধর দেশ ৩টি হলেও – মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স – পারমাণবিক শক্তি/অস্ত্র অন্যদের ব্যবহার করতে দেয়ার অধিকার আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের; পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এটি মূলত ন্যাটোর একটি চুক্তি)
ন্যাটোর অধীনে পারমাণবিক শক্তির সাবেক অংশীদার- কানাডা, দক্ষিণ কোরিয়া ও গ্রিস
সাবেক পরমাণু শক্তিধর দেশ- দক্ষিণ আফ্রিকা, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেন
(বেলারুশ, কাজাখস্তান ও ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরি করেনি; সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলোই এসব দেশে থেকে গিয়েছিল; পরবর্তীতে অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়)
পরমাণু শক্তিধর হিসেবে অভিযুক্ত/সন্দেহ করা হয়- ইরান ও সিরিয়া
বিখ্যাত পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ অঞ্চল:
অঞ্চলপরীক্ষাকারীদেশঅবস্থানবিবরণকেপকেনেডিযুক্তরাষ্ট্রফ্লোরিডাক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্রবিকিনিযুক্তরাষ্ট্রপ্রশান্ত মহাসাগর; বর্তমানে স্বাধীন মার্শাল দ্বীপপুঞ্জের অন্তর্গত১৯৫৪ সালে যুক্তরাষ্ট্র এখানে প্রথম হাইড্রোজেন বোমা ‘ক্যাসল ব্রাভো’র পরীক্ষা করে; অনুমিত পরিমাণের অনেক বেশি ক্ষতি সাধিত হয়; এটি যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা;
ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
(১৯৪৬-১৯৫৮)লপনুরচীনসিংকিয়াংপারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র; চীন এখানে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়
(১৯৬৪-১৯৯৬)পোখরানভারতরাজস্থানপারমাণবিক গবেষণা ও পরীক্ষামূলক বিস্ফোরণ কেন্দ্র
(১৯৭৪ ও ১৯৯৮ সালে)চাগাইপাকিস্তানবেলুচিস্তানপারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র
(১৯৯৮ সালে ২ বার)কিলজুউত্তর কোরিয়াহামজিয়ং প্রদেশপারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র
(২০০৬ ও ২০০৯ সালে)মরুরয়াফ্রান্সদক্ষিণ প্রশান্ত মহাসাগর; ফ্রেঞ্চ পলিনেশিয়ায়পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র
(১৯৭৪-১৯৯৬)
পারমাণবিক ক্ষেপণাস্ত্র:
ভারতঅগ্নি- ১, ২, পৃথ্বী, নাগ, আকাশ, ত্রিশূল, সাগরিকা, পিনাক, হ্যাফট পিএসএলভি, পোখরান- ১, ২পাকিস্তানঘোরী, শাহীন, আবদালি, গজনবী, চাগাই- ১, ২যুক্তরাষ্ট্রটোমাহক, প্যাট্রিয়ট, ক্যাসেল ব্রাভোরাশিয়াজেনিথইসরায়েলজেরিকো
পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি:
NPT- Nuclear Non-proliberation Treaty
স্বাক্ষর- ১৯৬৮
কার্যকর- ১৯৭০
স্বাক্ষরকারী দেশ- ১৮৯
উদ্দেশ্য- পারমাণবিক অস্ত্রের উৎপাদন বন্ধ, ব্যবহার সীমিতকরণ ও পর্যায়ক্রমে পারমাণবিক অস্ত্রের বিলোপসাধন
স্বাক্ষর করেনি- ভারত, পাকিস্তান, ইসরায়েল
চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে- উত্তর কোরিয়া (২০০৩ সালে)
স্বাক্ষরকারী পরমাণু শক্তিধর দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন
CTBT- Comprehensive Nuclear Test Ban Treaty
স্বাক্ষর- ১৯৯৬
স্বাক্ষরকারী দেশ- ১৮২
উদ্দেশ্য- সকল প্রকার পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা
স্বাক্ষর করেনি- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ইরান, ইন্দোনেশিয়া, মিশরি
জাতিসংঘের উপরোক্ত সদস্যরা স্বাক্ষর না করায় CTBT কার্যকর হয়নি
পারমাণবিক হামলা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে (শেষ দিকে) যুক্তরাষ্ট্র জাপানে উপর্যুপরি ২টি পারমাণবিক হামলা চালায়
তারিখশহরপারমাণবিকবোমারনাম৬আগস্ট ১৯৪৫হিরোশিমালিটল বয়৯আগস্ট ১৯৪৫নাগাসাকিফ্যাটম্যান