পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র – জেএসসি-বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 749
7481. আণুবীক্ষণিক উদ্ভিদকে কী বলা হয়?
- খাদক
- উদ্ভিদ প্ল্যাঙ্কটন
- প্রাণী প্ল্যাঙ্কটন
- উপাদান
7482. পৃথিবীতে বসবাসকারী সকল জীব নিচের কোনটির উপর নির্ভরশীল?
- পানি
- বাতাস
- সূর্যের আলো
- মাটি
7483. জৈব পদার্থ কোনটির মাধ্যমে পুষ্টি ভান্ডারে জমা হয়?
- উৎপাদক
- খাদক
- বিয়োজক
- খাদ্যশৃঙ্খল
7484. উৎপাদক থেকে শক্তি প্রথমে কোনটিতে যায়?
- সর্বোচ্চ খাদক
- বিয়োজক
- তৃণভোজী প্রাণী
- মাংসাশী প্রাণী
7485. জীবজগতের সকল শক্তির মূল উৎস কোনটি?
- চাঁদ
- তারা
- সূর্য
- উল্কা
7486. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়?
- খাদক
- বিয়োজক
- সর্বভূক
- মানুষ
7487. লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ কোনটি?
- গামার
- গেওয়া
- কড়ই
- শাল
7488. বাস্তুতন্ত্রের বিয়োজক বলতে বুঝায়-
- ব্যাকটেরিয়া
- ছত্রাক
- ভাইরাস
A,B
7489. একমাত্র সবুজ উদ্ভিদই সৌরশক্তিকে শর্করা তৈরির মাধ্যমে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পার যার ফলে প্রকৃতিতে জীবকূল প্রতিকূলতাকে জয় করেও টিকে আছে।
- শর্করা তৈরিতে সহায়তা করে
- পরিবেশের ভারসাম্য ঠিক রাখে
- বিকিরিণ পদ্ধতিতে পৃথিবীতে আসে
A,B,C
7490. কোনটি পচনকারী নামে পরিচিত?
- উৎপাদক
- বিয়োজক
- ইউরিয়া
- খাদক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পরিবেশ-এবং-বাস্তুতন্ত্র - জেএসসি-বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 749"