এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 34
331. শ্রমিক তার শ্রমের বিনিময়ে কী পেয়ে থাকে?
- বেতন
- মাসিক বেতন
- লভ্যাংশ
- মজুরি
332. পণ্য বিক্রয় করার সময় যে পরিবহন খরচ প্রদান করা হয় তাকে কী বলে?
- বহন খরচ
- বহির্মুখী বহন খরচ
- আন্তঃপরিবহন খরচ
- ভ্যান ভাড়া
333. বিক্রয়মূল্য নির্ধারিত হয় কীভাবে?
- উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
- মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
- মুখ্য ব্যয়ের সাথে মুনাফা যোগ করে
- উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় উপরিব্যয় যোগ করে
334. শফিকের নিকট পাওনা ২,০০০ টাকা অনাদায়ী হলো। এর ফলে ব্যবসায়ে –
- মোট লাভ হ্রাস পায়
- নিট লাভ হ্রাস পায়
- দেনাদার কমে যায়
- উপরের কোনটিই নয়
B,C
335. নিট বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয়া হলে কী পাওয়া যায়?
- নিট পরিচালন মুনাফা
- মোট মুনাফা / লাভ
- পরিচালন ব্যয়
- বিক্রয়মূল্য
336. সাধারণভাবে ক্রয়মূল্য বলতে বুঝায় –
- বিক্রেতাকে প্রদত্ত মূল্য
- কাঁচামালের জন্য প্রদত্ত মূল্য
- চালান গ্রহীতাকে প্রদত্ত মূল্য
- ক ও খ
A,B
337. মিসেস কাকলী একজন গম ব্যবসায়ী। তিনি ভারত থেকে প্রতি কুইন্টাল ৩০০ টাকা দরে ১০০ কুইন্টাল ও প্রতি কুইন্টাল ৩৫০ টাকা দরে ১৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এবং কুলি খরচ প্রতি কুইন্টালে ২ টাকা প্রদান করেন। তিনি ১,০০০ টাকা আমদানি শুল্ক ও ডক চার্জ ১,২০০ টাকা দিলেন। অন্যান্য পরোক্ষ খরচ বাবদ প্রতি কুইন্টালে ৪ টাকা ও টেলিফোন খরচ ৫০ টাকা প্রদান করেন। প্রতি কুইন্টাল গমের ক্রয়মূল্য কত টাকা?
- ৩৩৫ টাকা
- ৩৩৮.২০ টাকা
- ৩৪০.৮ টাকা
- ৩৪২.৪০ টাকা
338. ক্রয়কৃত পণ্যের দাম ব্যতীত মিসেস কাকলির প্রত্যক্ষ ব্যয় কত?
- ৫০০ টাকা
- ৭০০ টাকা
- ০০০ টাকা
- ৭৫০ টাকা
339. কারবারি প্রতিষ্ঠান কীভাবে তার প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে?
- স্বল্পমূল্যে কাঁচামাল ক্রয় করে
- উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করে
- অধিক বিক্রয়মূল্য আরোপ করে
- বিজ্ঞাপন বাদ দিয়ে
340. হিসাবরক্ষণের মুখ্য উদ্দেশ্য কী?
- ব্যয় কমানো
- মুনাফা অর্জন
- ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ
- প্রকৃত লাভ/লোকসান নির্ণয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 34"