নোবেল পুরস্কার
নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল
প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে : পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য)
বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে : পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে (পরে অর্থনীতি যোগ করা হয়)
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯৬৯ সালে
প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর
নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার (১৪ লক্ষ ২০ হাজার ডলার)
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :
(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)- শান্তি
(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য
(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)- পদার্থ, রসায়ন ও অর্থনীতি
(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা শাস্ত্র
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়- নরওয়েতে
এ পর্যন্ত নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)
শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)
–
কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি :
ব্যক্তির নাম | সাল | দেশ |
সাহিত্য |
||
রবীন্দ্রনাথ ঠাকুর
নোবেল পান- গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি নোবেল বিজয়ী এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী |
১৯১৩ | ভারত |
বার্ট্রান্ড রাসেল
দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান |
১৯৫০ | ব্রিটেন |
উইন্সটন চার্চিল
রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান |
১৯৫৩ | ব্রিটেন |
স্যামুয়েলসন | ১৯৭০ | |
শান্তি |
||
হেনরী ডুনান্ট
রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা |
১৯০১ | সুইজারল্যান্ড |
আনোয়ার সাদাত
প্রথম মুসলিম নোবেল বিজয়ী |
১৯৭৮ | মিসর |
মাদার তেরেসা | ১৯৭৯ | ভারত |
দালাই লামা
তিব্বতের ধর্মীয় নেতা |
১৯৮৯ | তিব্বত |
অংসান সুচি | ১৯৯১ | মায়ানমার |
ইয়াসির আরাফাত | ১৯৯৪ | ফিলিস্তিন |
আইজ্যাক রবিন | ইসরায়েল | |
শিমন পেরেজ | ইসরায়েল | |
কফি আনান | ২০০১ | ঘানা |
শিরিন এবাদি | ২০০৩ | ইরান |
ড. মুহম্মদ ইউনুস
প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী |
২০০৬ | বাংলাদেশ |
এলেন জনসন সির্লফ
লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে থাকাকালীন নোবেল পান |
২০১১ | লাইবেরিয়া |
লেইমাহ বোয়ি | ২০১১ | লাইবেরিয়া |
তাওয়াক্কুল কারমান
প্রথম আরব নারী হিসেবে নোবেল পান |
২০১১ | ইয়েমেন |
অর্থনীতি |
||
অমর্ত্যসেন | ১৯৯৮ | ভারত |
এলিনর অসট্রম
অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী |
২০০৯ | যুক্তরাষ্ট্র |
পদার্থবিজ্ঞান |
||
মাদাম কুরী | ১৯০৩ | পোল্যান্ড |
আবদুস সালাম | ১৯৯৮ | পাকিস্তান |
রসায়ন |
||
মাদাম কুরী | ১৯১১ | পোল্যান্ড |
নোবেল পুরস্কারে নারী :
নারীদের নোবেল বিজয়- ৪৪ বার
নোবেল বিজয়ী নারী- ৪৩ জন
দুইবার নোবেল জয়ী একমাত্র নারী- মাদাম কুরী (পদার্থবিজ্ঞানে- ১৯০৩; রসায়নে- ১৯১১)
অর্থনীতিতে একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম (২০১০)
নারীরা সর্বাধিক নোবেল জয় করেছে- শান্তিতে (১৫ জন)
নারীদের নোবেল বিজয়ের সংক্ষিপ্ত খতিয়ান :
বিষয় | মোট বিজয়ী | গুরুত্বপূর্ণ তথ্য |
পদার্থবিজ্ঞান | ২ বার | মাদাম কুরী- ১৯০৩ সালে (নারীদের প্রথম নোবেল বিজয়) |
রসায়ন | ৪ বার | মাদাম কুরী- ১৯১১ সালে (নারীদের একমাত্র ২ বার নোবেল জয়ের ঘটনা) |
চিকিৎসাবিজ্ঞান | ১০ বার | |
সাহিত্য | ১২ বার | সাহিত্যে সর্বশেষ নোবেল বিজয়ী নারী- হের্টা মুয়েলার, ২০০৯ |
শান্তি | ১৫ বার | ২০১১ সালে নারীদের হাতে নোবেল গেছে- শান্তিতে
২০১১ সালে নোবেল বিজয়ী নারী/শান্তিতে নোবেল বিজয়ী- ৩ জন এলেন জনসন সির্লফ (লাইবেরিয়া) লেইমাহ বোয়ি (লাইবেরিয়া) তাওয়াক্কুল কারমান (ইয়েমেন) এলেন জনসন সির্লফ লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট (২৪তম) নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কুল কারমান নোবেল বিজয়ী প্রথম ইয়েমেনি- তাওয়াক্কুল কারমান তাওয়াক্কুল কারমানকে ইয়েমেনে বলে- লৌহমানবী (Irom women & Mother of Revolution) |
অর্থনীতি | ১ বার | একমাত্র নোবেল বিজয়ী নারী- এলিনর অস্ট্রম, ২০০৯ সালে |
নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইট : www.nobelprize.org
সাধারণ জ্ঞান সকল অধ্যায় দেখতে এখানে যান