নগদ-প্রবাহ-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 119
1181. ক্রেতার কাছ থেকে নগদ প্রাপ্তির পরিমাণ কত?
- ৩৩০০০ টাকা
- ৭০০০০ টাকা
- ২২২০০০ টাকা
- ২৯২০০০ টাকা
1182. ইউরো কোম্পানি লি. FASB ও 1AS অনুযায়ী তাপের আর্থিক অবস্তার বিবরণী প্রস্তুত করে থাকে এবং তারা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও বহির্গমনের হিসাব রাখে। ফলে তার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য, দায় পরিশোধের ক্ষমতা, লভ্যাংশ প্রদানের সামর্থ্য ইত্যাদি যাচাই করতে পারে, যেটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে।ইউরো কোম্পানি লি. কীভাবে তার ভবিষ্যত নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করে থাকে?
- নগদ প্রবাহ বিবরণী তৈরি করে
- আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে
- বিশদ আর্ন বিবরণী তৈরি করে
- রক্ষিত আর্ন বিবরণী তৈরি করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "নগদ-প্রবাহ-বিবরণী - এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 119"