এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 68
671. দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
- ক্রয় জাবেদা
- বিক্রয় জাবেদা
- নগদান জাবেদা
- প্রকৃত জাবেদা
672. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
- এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়
- এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়
- এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়
- কোনটিই নয়
B,C
673. কোন ধারাবাহিকতাটি সঠিক?
- রেওয়ামিল সমন্বয় দাখিলা কার্যপত্র
- আর্থিক বিবরণী
- সমন্বয় দাখিলা
- রেওয়ামিল
674. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্য ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
- কার্যপত্রকার্য বিবরণী
- আর্থিক বিবরণী আর্থিক বিশ্লেষন
- কোনটিই নয়
- উপরের সবগুলো
675. কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
- দায়
- মালিকানা স্বত্ব
- দায় ও মালিকানা স্বত্ব
- ব্যয় ও সম্পদ
676. কোন টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে?
- একতরফা দাখিলার মোট ক্রেডিট টাকা
- খতিয়ানের মোট ডেবিট টাকা
- দুতরফা দাখিলার মোট ডেবিট টাকা
- খতিয়ানে মোট ক্রেডিট পার্শ্বের টাকা
677. কোন ধারণার ভিত্তিতে হিসাব সংরক্ষণ সংক্রান্ত প্রক্রিয়াগুলোর পুনরাবৃত্তি ঘটে?
- প্রতিষ্ঠানের কাজ কারবার অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে
- ব্যবসায়ের কাজ কারবার সর্বদাই বিলোপযোগ্য
- অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে
- উপরোক্ত কোনোটিই নয়
678. সম্পদ, দায়, ও মালিকানা স্বত্ব হিসাব সমীকরণের কোনটি?
- বিশ্লেষণমূলক কলাকৌশল
- মূল উপাদান
- হিসাবের মূল প্রতিপাদ্য বিষয়
- কোনো উত্তর সঠিক নয়
679. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি-
- রিপোটিং পদ্ধতি
- আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
- লিপিবদ্ধকরণ পদ্ধতি
- ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
680. নগদে পণ্য ক্রয়, এখানে দু’ তরফার প্রভাব হল-
- ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস
- ব্যয় বৃদ্ধি ও দায় হ্রাস
- আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
- সম্পদ বৃদ্ধি ও হায় হ্রাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার সকল বিষয়ের ও মডেল টেস্ট
0 responses on ""দুতরফা দাখিলা পদ্ধতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 68"