
কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ন ফল । জমির পরিমান ও উৎপাদনের দিক থেকে কলার স্থান শীর্ষে । দেশে আবাদী জমির একটি বড় অংশ কলার চাষ হয়ে থাকে । তেউরের(Sucker) মাধ্যেমে প্রধানত কলা গাছের বংশবিস্তার করা হয় এবং প্রচলিত পদ্ভতিতে বছরে ১-২ টি অসি তেউর পাওয়া যায় । তাই বানিজ্যিকভাবে চাষের জন্য ভালো চারা প্রাপ্তি হয়ে পড়ে ।তাই অধিক পরিমানে নিরোগ চারা উৎপাদনে টিস্যু কালচার পদ্ধতি একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রাথমিক পর্যায়ে চারা ছোট থাকে বিধায়, স্থানান্তরে অল্প জায়গা নেয়, ফলে বহন সহজ ও পরিবহন খরচ কম পরে ।
নিরোগ গাছ থেকে অসি তেউর সংগ্রহ করে অগ্রাংশ ২ সেমি চওড়া ও ৫ সেমি লম্বা পরিমান আকারে কেটে গাছ ছত্রাকমুক্ত করার জন্য ধুয়ে পরিস্কার করে নিতে হয় । এ কাজটি রোগ মুক্ত বিশেষ ঘরে করতে হবে । কর্তনকৃত অগ্রাংশটি আরও ছোট করে ১০৫ সে মি চওড়া ও ১.০ সেমি উচ্চতায় কেটে কৃত্রিম মিডিয়াতে রাখতে হয় । এমনি একটি অংশ থেকে বছরে অনেক চারা উৎপাদন সম্ভব । একটি কলার তেউড়ের অগ্রাংশ থেকে কৃত্রিম মিডিয়ায় অসংখ্য স্যুট হয় । এভাবে তৈরী চারাগুলো মাটিতে লাগিয়ে কিছুদিন যত্ন নিতে হয় এবং মাঠে লাগাতে হয় ।