সরিষার জাব পোকা দমনঃ
পূর্নবয়স্ক ও বাচ্চা পোকা উভয়ই সরিষার পাতা, কান্ড, ফুল ও ফল হতে রস শোষন করে । আক্রমনের মাত্রা বেশি হলে ফুল ও ফলের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং পাতা কুকড়ে যায়। জাব পোকা এক ধরনের রস নি:সরন করে, ফলে তাতে সুটিমোল্ড ছত্রাক জন্মে এবং আক্রান্ত অংশ কালো দেখায়। এজন্য ফল ঠিকমত বাড়তে পারে না, বীজ আকারে ছোট হয়। বীজে তেলের পরিমান কমে যায়। ফল ধারন অবস্থায় বা তার পূর্বে আক্রমন হলে এবং প্রতিকার ব্যবস্থা গ্রহন না করলে সম্পূর্ন ফসল নষ্ট হওয়ার আশংকা থাকে।
প্রতিকারঃ
১। আগাম চাষ আশ্বিনের শেষ ভাগ ও মধ্য-কার্তিক (অক্টোবর) অর্থাৎআগাম সরিষাবপন করলে জাব পোকার আক্রমনের আসংকা কম থাকে।
০২। প্রতি গাছে ৫০ টির বেশি পোকা থাকলে ম্যালাথিয়ন-৫৭ ইসি বা সুমিথিয়ন-৫৭ ইসি বা ফলিথিয়ন-৫৭ ইসি বা একোথিয়ন-৫৭ ইসি বা ডায়াজিনন ৬০ ইসি প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে হবে।
আরও পড়ুনঃ
জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন
জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন
3 responses on "জেনে নিন সরিষার জাব পোকা দমন"