জেনে নিন ফলসা চাষাবাদ প্রযুক্তি

ফলসা বাংলাদেশের একটি অপ্রচলিত ফল। ফলসা টক-মিষ্টি ছোট আকারের ফল, ছোট ছেলেমেয়েদের খুব প্রিয় । পধানত: বীজ থেকে চারা তৈরী করে বর্ষার আগে লাগাতে হয় । কিছুটা লতানো ভাবাপন্ন ঝোপ জাতীয গাছ । চারা ৩- ৪ মিটার দূরত্বে লাগালেই চলে । চারা লাগানোর ১-২ বছরের মধ্যেই ফলন পাওয়া যায় ।
এ ফলে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে । প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী ফলে ১.৩ গ্রাম আমিষ, ১৪.৭ গ্রাম শ্বেতসার, ০.৯ গ্রাম চর্বি, ১.১ গ্রাম খনিজ লবন ও ২২ মিলি গ্রাম ভিটামিন সি, ১২৯ মিলি গ্রাম ক্যালসিয়াম, ৩.১ মিলি গ্রাম লৌহ, ৪১৯ মিলি গ্রাম কেরোটিন রয়েছে ।
খুব একটা যত্নের প্রয়োজন হয় না, সার ব্যাবহারেরও তেমন প্রয়োজন নেই । তবে প্রতি বছর ১০-১৫ কেজি গোবর সার বর্ষার আগে প্রয়োগ করলে সুফল পাওয়া যায় । গাছ ২-৩ মিটারের বেশি লম্বা হতে দেয়া ঠিক হবে না । একই উদ্দেশ্যে অপ্রয়োজনীয় দূর্বল ডাল ও গাছের আগার ডাল শীতের মাঝামাঝি সময়ে ছেটে দেয়া উচিত । বৈশাখ-আশাঢ় মাস পর্যন্ত অনেক দিন ধরে ফল সংগ্রহ করা যায় । গাছ প্রতি বছরে ফলন ১০-১৫ কেজি ।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline