পেপে বিশ্বের অন্যতম প্রধান ফল । বাংলাদেশেও পেপে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ন । পেপে প্রথমত: স্বল্পমেয়াদী, দ্বিতীয়ত: ইহা কেবল ফলই নয় সবজি হিসেবেও এর ব্যাপক ব্যবহার রয়েছে, তৃতীয়ত: পেপে অত্যন্ত সুস্বাদু, পু্ষ্টিকর এবং ঔষধী গুনসম্পন্ন । পেপের ঢলে পড়া রোগে প্রচুর চারা মারা যায় । তাছাড়া এ রোগের জীবানুর আক্রমনে বর্ষা মৌসুমে কান্ড পচা রোগও হয়ে থাকে । পিথিয়াম এ্যাফানিডারমাটাম নামক ছত্রাকের আক্রমনে এ রোগ হয় । বর্ষা মৌসুমে ঢলে পড়া রোগের প্রকোপ খুব বেশি দেখা যায় । বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগের জীবানু ছড়ায় । অনেক সময় জিংকের অভাবে মোজাইকের মত লক্ষন প্রকাশ পায় ।
প্রতিকার
১। গাছের গোড়ার পানি নিকাশের ভাল ব্যবস্থা রাখতে হবে ।
২। বীজতলার মাটি ৫% ফরমালডিহাইড দ্বারা জীবানুমুক্ত করতে হবে ।
৩। রোগাক্রান্ত চারা গাছ মাটি হতে উঠিয়ে পুড়ে ফেলতে হবে ।
৪। রিডোমিল এমজেড-৭২ প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পর পর গাছের গোড়ার চারিপার্শ্বের মাটিতে প্রয়োগ করতে হবে ।
৫। জিংকের ঘাটতির জন্য মোজাইক লক্ষন দেখা দিলে গাছের গোড়ায় গাছ প্রতি ৫-১০ গ্রাম জিংক প্রয়োগ করলে এবং ০.২% জিংক গাছের পাতায় স্প্রে করলে এ সমস্যা দূরীভূত হয় ।
আরও পড়ুনঃ
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন।
জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন।
0 responses on "জেনে নিন পেঁপের ড্যাম্পিং অফ রোগ দমন"