বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই তিলের চাষ হয় । আমাদের দেশে সাধারনত কালো ও খয়েরি রং এর বীজের চাষ বেশি হয় । তিলের বীজে ৪২-৪৫% তেল এবং ২০% আমিষ থাকে ।

তিলের কান্ড পচা রোগ দমন
তিল গাছ কান্ড পচা রোগে ব্যাপকভাবে  আক্রান্ত হয়ে থাকে ।ম্যাক্রোফোমিনা ফাসিওলিন নামক ছত্রাকের কারনে এ রোগ সৃষ্টি হয় । আক্রান্ত গাছের কান্ডে ছোট,লম্বা, আকা বাকা বিভিন্ন ধরনের গাঢ় খয়েরি ও কালচে দাগ দেখা যায় । এ দাগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং সমস্ত কান্ডে ছড়িয়ে পড়ে । ব্যাপক ভাবে আক্রান্ত গাছের পাতা মরে যায় ।

প্রতিকার
০১। বীজ বপনের পূর্বে ভিটাভেক্স-২০০ ছত্রাকনাশক দ্বারা (২-৩ গ্রাম/কেজি বীজ) বীজ শোধনের মাধ্যমে রোগের আক্রমন কমানো যায় ।
০২। এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে ১ গ্রাম হারে ব্যাভিস্টিন বা ২ গ্রাম হারে ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানির সাথে মিশিয়ে ১০ দিন পর ২-৩ বার স্প্রে করতে হবে ।
০৩। ফসল কাটার পর গাছের শিকড়, আগাছা, আবর্জনা ইত্যাদি পুড়ে ফেলতে হবে ।
০৪। একই জমিতে বার বার তিল চাষ থেকে বিরত থাকতে হবে ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন

জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Mehedi Hasan
Mehedi Hasan

Technical support

I am online

I am offline

Jannatul Ferdous
Jannatul Ferdous

Sales support

I am online

I am offline