জেনে নিন চীনাবাদামের পাতার দাগ রোগ দমন

চীনাবাদামের পাতার দাগ রোগ দমনঃ
সারকোস্পরা এরাচিডিকোলা ও ফেয়োইসারিওপসিস পারসোটো নামক দুটি ছত্রাক দ্বারা এ রোগ সৃষ্টি হয় । রোগের আক্রমনের ফলে পাতার উপরে হলদে রেখা বেষ্টিত বাদামি রংয়ের দাগের সৃষ্টি হয় । দাগ আকারে বড় হয় এবং পাতার উপরে ছড়িয়ে থাকে । গাছ দেরিতে আক্রান্ত হলে পাতার নিচে দাগ দেখা যায় । এ ক্ষেত্রে দাগ গাঢ় বাদামি হতে কালচে বর্নের হয় । পাতার বাকি অংশের সবুজ রং মলিন হয়ে যায় এবং ধীরে ধীরে পাতা ঝরে পড়ে ।

প্রতিকারঃ
০১। বাসন্তি বাদাম (ডিজি-২) জাত পাতার দাগ রোগ সহনশীল । এ জাতের চাষাবাদের মাধ্যমে রোগের আক্রমন এড়ানো যায় ।
০২। এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে গাছে ব্যাভিস্টিন ৫০ ডব্লিউপি ১ গ্রাম হারে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে প্রতি ১২ দিন অন্তর ২-৩ বার ছিটালে রোগের প্রকোপ কমে যায় । এ ক্ষেত্রে ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করা যায় ।
০৩।  ফসল কাটার সাথে সাথে আগাছা পুড়ে ফেলতে হবে ।

 

আরও পড়ুনঃ

ফোরাম প্রশ্নোত্তর  জেনে নিন ৬৪ জেলার ইতিহাস

ইন্টারভিউয়ের আগেই ৫টি করণীয় জেনে নিন

কিভাবে দ্রুত কম সময়ে কম্পিউটার চালু করবেন জেনে নিন

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline