
আমাদের দেশের কৃষকরা জন্ম থেকেই কৃষি কাজের সাথে জড়িত তারা মাটির অবস্থা দেখেই বুজতে পারে জমি চাষ উপযোগী হয়েছে কিনা । তারা মাটির আদ্রতা পরীক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে । হাতে চাপ দিয়ে মাটির আদ্রতা পরিক্ষার একটি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো :
- মাটি হাতে মুঠি করে নিয়ে জোড়ে চাপ দিতে হবে।
- চাপ দেবার পর মাটি থেকে পানি বের হলে বুঝতে হবে যে মাটি এখনো ভেজা এবং এখনো চাষের উপযোগী হয়নি।
- যদি মাটি থেকে পানি বের না হয় কিন্তু চাকা বা বলের আকার ধারণ করে এবং তা কোমর সমান উচ্চতা থেকে মাটির উপর ফেললে বলটি যদি ভেঙে না যায় তখন বুঝতে হবে মাটি ভেজা এবং লাঙ্গল চালাতে ২-৪দিন অপেক্ষা করতে হবে।
- মাটি পড়ার পর বলটি যদি সম্পূর্ণ ভেঙে গুঁড়া হয়ে যায় তাহলে বুঝতে হবে যে, চাষ দেবার সময় হয়েছে।
- আর মাটি যদি চাকা বা বল কোনটির আকারই ধারণ না করে তাহলে বুঝতে হবে মাটি শুকনা এবং চাষ করতে হলে বৃষ্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা সেচ দিয়ে মাটিতে জো বা রস আনতে হবে।