জেনে নিন অজানা কিছু তথ্য, যা আগে জানতেন না!

জেনে নিন অজানা কিছু তথ্য,যা আগে জানতেন না!

০১. পৃথিবীর ওজন হিসাব করা হয়েছে প্রায় ৬,৫৮৮,০০০,০০০,০০০,০০০,০০০ টন ।

০২. “বৃদ্ধাঙ্গুলির আইন” নামে একটা ইংরেজী আইন ছিল । এ আইনে বলা ছিল নিজের বউকে বৃদ্ধঙ্গুলির চেয়ে বড় কোন জিনিস দিয়ে আঘাত করা যাবে না।

০৩. পৃথিবীতে এখন পর্যন্ত ৫৪০,০০০ টি ইংরেজী শব্দ আছে । এ সংখ্যা প্রতিদিন আরও বাড়তেছে।

০৪. যখন আপনি পেয়াজের খোসা ছড়াবেন,তখন যদি আপনি চুইনগাম চিবান তাহলে আপনার চোখের পানি কম পড়বে ।

০৫. চিংড়ি মাছের হৃদয়(Heart) থাকে তার মাথায় ।

০৬. চোখ বন্ধ না করে কেউ হাঁচি দিতে পারে না ।

০৭. বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের মত কত আছে এটা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় । মজার বিষয় হচ্ছে,এ প্রতিযোগিতায় চার্লি চ্যাপলিন নিজেই তৃতীয় হন ।

০৮. সাধারণভাবে ছেলেদের হার্টবিট মেয়েদের হার্টবিটের তুলনায় কম ।>ডাচরা (হলান্ড) অন্য যেকোন দেশের মানুষদের তুলনায় গড়ে সবচেয়ে বেশি লম্বা ।

০৯. জলপাই গাছ ১৫০০ বছরেরও বেশি বাঁচে ।

১০. ৮৬,৪০০ সেকেন্ডে একদিন হয় ।

১১. পিঁপড়া কখনই ঘুমায় না এবং ইহা সত্য ।

১২. মানুষের মষ্কিস্তের ৮০% ভাগই পানি আর ২০% ধূসর উপাদান থাকে ।

১৩. দাবার ৩১৮,৯৭৯,৫৬৪,০০০ এর বেশি চাল আছে । তাই দাবাকে সত্যিকারের মাইন্ড গেম বলা হয় ।

১৪. আপনি যদি ডানহাতি হন,তাহলে আপনি মুখের ডানপাশ দিয়েই খাবার চিবুতে স্বাচ্ছন্দ্য বোধ করেন । আবার যারা বামহাতি তারা বাম পাশ দিয়ে ।

১৫. ছেলেরা যত চোখের পলক ফেলে,মেয়েরা একই সময়ে দ্বিগুণ পরিমাণ পলক ফেলে।

১৬. মানুষের হার্টবিট ১০০,০০০ টির বেশি হয় একদিনে।

১৭.মানুষের তিন ভাগের একভাগ হার তার ২ পায়েই থাকে।

১৮. নীল তিমি সবচেয়ে জোড়ে শব্দ করতে পারে দুনিয়ার অন্য যে কোন প্রাণীর থেকে । ১৮৮ ডেসিবল শব্দ,যা ৮০০ কিলোমিটার দূরত্বে থেকেও শোনা যায়।

১৯. আপনি ঘুমিয়ে যত ক্যালরি নস্ট করেন,ততক্ষণ যদি টিভি দেখেন তার চেয়ে বেশি ক্যালরি নস্ট হবে।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline