জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1893
18921. অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে-
- কচুরিপানা
- ক্ষুদিপানা সিংগারা
- টেপাপানা পদ্ম
- হাইড্রিলা”;}}
A,B,C
18922. বনভূমি-
- বৃষ্টিপাতে সাহায্য করে
- ভূগর্ভে পানি সঞ্চালন সাহায্য করে
- বন্যপ্রাণিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে
A,B,C
18923. নদীর নাব্যত কমে গেলে কী অসুবিধা হয়?
- পানি দূষিত হয়
- নৌযান চলাচলে বিঘ্ন ঘটে
- জলজ উদ্ভিদের খাদ্য উৎপাদন ব্যাহত হয়
- পানি লবণাক্ত হয়ে পড়ে
18924. সমুদ্রের পানি কৃষি কাজে এবং কলকারখানায় ব্যবহার করা যায় না কারণ-
- সমুদ্রের পানিতে প্রচুর এসিড থাকে
- সমুদ্রের পানি লবণাক্ত
- সমুদ্রের পানি বিভিন্ন যন্ত্রপাতির ক্ষয়সাধন করে
B,C
18925. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরা নদী কোনটি?
- মরিছাপ
- মনোজ
- বড়াল
- কুমার নদী
18926. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কীভাবে?
- সালোকসংশ্লেষণ
- অভিস্রবণ
- ব্যাপন
- শোষণ
18927. কিডনী বিকল হয় পানিতে কোন পদার্থ থাকলে?
- সীসা
- মারকারী
- আর্সেনিক
- রেডন
18928. ৪০সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
- ১ মিলিগ্রাম
- ২ মিলিগ্রাম
- ১০ মিলিগ্রাম
- ১০০০ মিলিগ্রাম
18929. গত ১০০ বছরে পৃথিবীর বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত?
- ০.৫০ সেলিসিয়াস
- ১০ সেলিসিয়াস
- ১.৫০ সেলসিয়াস
- ২০ সেলসিয়াস
18930. জলজ উদ্ভিদসমূহ-
- পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সঠিক রাখে
- পানি ও মাটি দুজায়গাতেই জন্মাতে পারে
- বিশেষ করে শ্যাওলা জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসেবে কাজ করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1893"