এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 97
961. ক্রয় জাবেদায় সাধারণত কয় টি ঘর বা কলাম থাকে?
- ছয়টি
- পাঁচটি
- সাতটি
- তিনটি
962. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট দিকে কোনটি বসবে?
- নগদান হিসাব
- অবচয় হিসাব
- যন্ত্রপাতি
- কোনোটিই নয়
963. প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
- প্রারম্ভিক জাবেদা
- ক্রয়সংক্রান্ত জাবেদা
- বিক্রয়সংক্রান্ত জাবেদা
- বিলসংক্রান্ত জাবেদা
964. ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের জাবেদা দাখিলায় ডেটর হবে কোনটি?
- উত্তোলন হিসাব
- ক্রয় হিসাব
- নগদান হিসাব
- পণ্য হিসাব
965. বাট্টা প্রদান-
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট
- প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
- কোনটিই নয়
966. সমন্বয় জাবেদা লেখা হয়-
- নগদান বইতে
- প্রকৃত জাবেদায়
- জাবেদায়
- খতিয়ান
967. যে বইতে ক্রয় ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে বলে?
- অন্তর্মুখী ফেরত জাবেদা
- বহির্মূখী ফেরত জাবেদা
- বিক্রয় ফেরত জাবেদা
- কোনটিই নয়
968. কোন দাখিলা প্রকৃত জাবেদায় অন্তর্ভূক্ত করা হয় না?
- সমাপনী দাখিলা
- সমন্বয় দাখিলা
- স্থানান্তর দাখিলা
- নগদ ক্রয় বিক্রয়ের দাখিলা
969. মাল ফেরত পাঠানোর সময় ক্রেতা-বিক্রেতাকে যে নোট পাঠায় তা হচ্ছে-
- ডেবিট নোট
- ক্রেডিট নোট
- ব্যাংক নোট
- উপরের সবগুলো
970. জনাব রকিব একজন তৈরী পোশাক ব্যবসায়ী। তিনি বাকিতে, নগদে ও চেকের মাধ্যমে মাল ক্রয় করে থাকেন। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য ধারে ১৫,০০০ টাকা মূল্যের আলমারি ক্রয় করেন। অফিসের জন্য ৫,০০০ টাকা দিয়ে টাইপরাইটার ক্রয় করেন।টাইপরাইটার ক্রয় লেনদেনটিতে যে হিসাবটি ডেবিট করতে হয়, তা হল-
- সম্পত্তি হিসাব
- টাইপরাইটার হিসাব
- ক্রয় হিসাব
- অফিস সরঞ্জাম হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""জাবেদা" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 97"