জনসেবা-ও-আমলাতন্ত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 955
9541. আরবি কোন শব্দ থেকে আমলা শব্দটি এসেছে?
- আমল
- আলম
- আলেম
- আমেল
9542. অরাজনৈতিক প্রশাসকে নির্বাচন করে কারা?
- জনগণ
- শাসন বিভাগ
- কর্মকমিশন
- মন্ত্রিসভা
9543. কাদেরকে উন্নয়নের নেতা বলা হয়?
- ইউএনও-দের
- আমলাদের
- ডিসিদের
- এসপিদের
9544. বাংলাদেশে আমলাতন্ত্রের স্বরূপ কোন প্রকৃতির?
- জনগণের বন্ধু
- জনগণের সেবক
- জনগণের রক্ষক
- জনগণের শাসক
9545. আমলাতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রাথমকি ধাপ কোনটি?
- সমস্যা নির্ণয়
- সমস্যা বিশ্লেষণ
- বিকল্প সমাধান
- সিদ্ধান্ত গ্রহণ
9546. নিচের কোনটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
- দায়িত্বশীলতা
- নিরপেক্ষতা
- অপরিবর্তনশীলতা
- শৃঙ্খলাবোধ
9547. আমলাতন্ত্রের প্রবর্তন অন্যতম আলোচকের নাম কী?
- ফিফনার
- মিল
- ম্যাক্সওয়েবার
- ফাইনার
9548. আমলাতন্ত্রের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হবে-
- আলাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে
- আমলাদের সক্ষমতা উন্নয়নের জন্য কর্মকালীন প্রশিক্ষন পরিচালনা করতে হবে।
- আমাদের মধ্যে শুদ্ধাচার প্রতিষ্ঠার এটিকে গুরুত্ব দিতে হবে
A,B,C
9549. আমলারা কাজের জন্য কার কাছে দায়ী থাকে?
- জনগণ
- রাষ্ট্রপতি
- মন্ত্রী
- আইসসভা
9550. অনুন্নত বিশ্বে আমলারা নিজেদেরকে কী মনে করেন?
- জনগণের প্রভু
- জনগণের সেবক
- জনগনের বন্ধু
- জনগণের রক্ষক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনসেবা-ও-আমলাতন্ত্র - এইচএসসি-পৌরনীতি-1-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 955"