জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 946
9454. নিচের কোন উপাদানটি বলিষ্ঠ জনমত গঠনে বাধা?
- নৈতিকতা
- শিক্ষা
- রুচিশীল বিশ্বাস
- পরমত অসহিষ্ণুতা
9455. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যা বা তা সমাধান সম্পর্কিত যুক্তিভিত্তিক ও সুচিন্তিত অভিমতকে কী বলা হয়?
- বক্তব্য
- রাজনৈতিক আলোচনা
- টক শো
- জনমত
9456. জনমত হতে হবে-
- কল্যাণকামী
- সুস্পষ্ট
- সুনির্দিষ্ট
B,C
9457. সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
- শিক্ষর প্রসার
- মতামত প্রকাশের স্বাধীনতা
- সামাজিক স্বার্থ
- ঐক্য ও সংহতি মনোভাব
9458. সংবাদ মাধ্যমে সরকারকে দায়ী করার ফলাফল হলো-
- ওই কাজের বিরুদ্ধে জনমত গঠন হয়
- সরকার জনমত বিরোধী কাজ করতে সাহস করবে না
- সরকার জনস্বার্থে বিরোধী কোন কাজ করতে ঝুঁকি নেবে না
A,B,C
9459. গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে-
- জনমত
- রাজনৈতিক সংস্কৃতি
- রাজনৈতিক অংশগ্রহণ
- আইন
9460. সুষ্ঠু জনমত পঘনে কীসের গুরুত্ব অপরিসীম?
- শিক্ষার প্রসার
- সামাজিক স্বার্থ
- মতামত প্রকাশের স্বাধীনতা
- ঐক্য ও সংহতির মনোভাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জনমত-ও-রাজনৈতিক-সংস্কৃতি - এইচএসসি-পৌরনীতি-1-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 946"