জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের মেধা ও মাইগ্রেশন তালিকা প্রকাশ
জবির ২০১৬-১৭ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা তালিকা এবং ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
‘এ’ ইউনিটে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষজানিয়েছে, ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা ও ‘এ’ ইউনিটের কোটায় উত্তীর্ণ ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বরের মধ্যে, ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়াও ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ৩য় মাইগ্রেশন তালিকা এবং ‘সি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে।
মাইগ্রেশনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে।
মাইগ্রেশনে নতুন বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোন সংশ্লিষ্টতা থাকবে না।
এদিকে মঙ্গলবার সরকারি ছুটি হওয়ায় ‘বি’ ও ‘ই’ ইউনিটের কোটায় সাক্ষাৎকার ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২ জানুয়ারি ২০১৭ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন ঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের শূন্য আসনে ভর্তি সাক্ষাতকার ১০ জানুয়ারি