গুণগত-রসায়ন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 800
7991. আমাদের দেহকোষে শতকরা কত ভাগ পানি থাকে?
- 501
- 60
- 70
- 85
7992. কোনটির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মেনে চলে না?
- Na
- F
- Cr
- C
7993. একটি হাইড্রোজেন আয়নের ভর কোনটির ভরের সমান?
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
- পজিট্রন
7994. জিম্যান প্রভাব কে আবিষ্কার করেন?
- বিজ্ঞানী স্টার্ক
- বিজ্ঞানী রাদারফোর্ড
- বিজ্ঞানী জিম্যান
- ম্যাক্সওয়েল
7995. আইসোমারের ক্ষেত্রে কোনটি ভিন্ন হয়?
- পারমাণবিক সংখ্যা
- ভরসংখ্যা
- অভ্যন্তরীণ গঠন
- নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যা
7996. MR1 একধরনের –
- চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি
- জৈব রসায়নের সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি
- রোগ নির্ণায়ক পদ্ধতি
7997. পেলার দ্রাবক কোন ধরনের দ্রবকে দ্রবীভূত করে?
- পোলার দ্রব
- অপোলার দ্রব
- সম্পৃক্ত
- কেলাস
7998. সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহের ইলেকট্রন বিন্যাস কোন নিয়ম মেনে চলে?
- পলির বর্জন নীতি
- সাইজেফ নীতি
- আউফবাউ নীতি
- হুন্ডের নীতি
7999. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: আজমল সাহেবের উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং রক্তের O2 এর অপ্রতুলতা দেখা যাওয়ায় ডাক্তার দৃশ্যমান আলো ও মাইক্রোওয়েভের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে। এত করে তাঁর রক্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আজমল সাহেবের চিকিৎসায় ব্যবহৃত রশ্মিটি কোনটি?
- গামা রশ্মি
- রঞ্জন রশ্মি
- মহাজাপতিক রশ্মি
- অবলোহিত রশ্মি
8000. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: আজমল সাহেবের উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং রক্তের O2 এর অপ্রতুলতা দেখা যাওয়ায় ডাক্তার দৃশ্যমান আলো ও মাইক্রোওয়েভের মধ্যবর্তী তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে। এত করে তাঁর রক্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আজমল সাহেবের রক্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসার কারণ-
- ব্যবহৃত রশ্মিটি তাপ বন্টনে সহায়তা করে
- থ্যালামেনস্ফোলন রশ্মি থেকে তাপ গ্রহণ করে।
- রশ্মিটি রক্তে O2 এর প্রতুলতা কমায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "গুণগত-রসায়ন - এইচএসসি-রসায়ন ১মপত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 800"