
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 70
গাণিতিক যুক্তি
691. দুটি পূরক কোণের সমষ্টি কত?
- ৭৫°
- ১৫০°
- ১২০°
- ৯০°
692. ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A =১১৫° হলে ∠B = কত?
- ৬৫°
- ৭৫°
- ৮৫°
- ৯০°
693. দুটি সম্পূরক কোণের সমষ্টি কত?
- ৩৬০°
- ১২০°
- ১৮০°
- ১৬০°
694. ১৮৫° কোণকে কি কোণ বলে?
- প্রবৃদ্ধ কোণ
- পূরক কোণ
- স্থূল কোণ
- সূক্ষ্ণকোণ
695. Δabc এর ∠A = 45°, ∠B = 30° হলে, ∠C এর মান কত?
- 110°
- 115°
- 105°
- 95°
696. দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি দুই সমকোণের সমান হলে ঐ সরলরেখা দুটি পরস্পর–
- কৌণিক
- তীর্যক
- সমান্তরাল
- লম্ব
697. দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলির যোগফল–
- ১৫০°
- ১৮০°
- ৪৫০°
- ৯০°
698. যদি দুটি সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো–
- পরস্পর অসমান
- পরস্পর সমকোণ
- পরস্পর সমান
- পরস্পর সুক্ম কোন
699. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুত্তথাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
- 16
- 4
- 8
- 12
700. যদি দুটি ত্রিভুজের একটির দু বাহু যথাক্রমে অপরটির দু বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি–
- অনুরূপ
- সর্বসম
- সমান
- উপরের সবগুলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।