
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 66
651. দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫N এবং ৪N , তাদের লব্ধি পরিমাণ কত?
- ৩N
- √১১N
- √৪১N
- ১N
652. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভূজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
- ১০ গজ
- ১২ গজ
- ১৪ গজ
- ৭ গজ
653. x-[x-{x-(x+1)}]-এর মান কত?
- x+1
- 1
- -1
- x-1
654. AB ও CD সরলরেখাদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
- ∠AOD =∠BOC
- ∠AOD =∠BOD
- ∠BOC =∠AOC
- ∠AOD>∠BOC
655. x+y = 0 এবং 2x-y+3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
- (১/৩),(১/৩)
- (১,১)
- (-৩,৩)
- (-১,১)
656. f (x) = x2 + 1/x + 1-এর অনুরুপ কোনটি?
- f (1) = 1
- f (0) = 1
- f (-1) = 3
- f (1) = 3
657. যদি x2+px+6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p>0, তবে p এর মান কত?
- √48
- 0
- √6
- √24
658. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
- 3
- ২২/৭
- ২৫/৯
- প্রায় ৫
659. একজন দোকানদার ৭ (১/২)% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ১০০ টাকা
- ২০০ টাকা
- ৩০০ টাকা
- ৪০০ টাকা
660. দু ব্যক্তি একত্রে একটি কাজ ৮দিনে করতে পারে।প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
- ২০ দিনে
- ২২ দিনে
- ২৪ দিনে
- ২৬ দিনে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।