
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 59
581. a+1/a=3 হলে, a2+1/a2 এর মান-
- 6
- 4
- 2
- 1
582. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
- নবম শতকে
- ত্রয়োদশ শতকে
- ষোড়শ শতকে
- ঊনিশ শতকে
583. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় কর যাদের বর্গের অন্তর ৪৭-
- ২১ এবং ২২
- ২২ এবং ২৩
- ২৩ এবং ২৪
- ২৪ এবং ২৫
584. x2-8x-8y+16+y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে-
- -2xy
- 8xy
- 6xy
- 2xy
585. ১৩ সেঃ মিঃ ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেঃ মিঃ দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
- ২৪ সেঃ মিঃ
- ১৮ সেঃ মিঃ
- ১৬ সেঃ মিঃ
- ১২ সেঃ মিঃ
586. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
- ২ লিটার
- ৪ লিটার
- ৬ লিটার
- ১০ লিটার
587. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
- শাজিমাটি
- চুনাপাথর
- জিপশাম
- বালি
588. কোন সংখ্যার ১/২ অংশের সথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে সংখ্যাটি কত?
- 53
- 63
- 36
- 35
589. ৩ দিনে একটি কাজের ১/১৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
- ৮১ দিন
- ৯ দিন
- ২৪৩ দিন
- ২৭ দিন
590. কোনটি শুদ্ধ বানান?
- দন্দ
- দ্বন্দ
- দ্বন্দ্ব
- দন্ধ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।