কৌঠা ভিত্তিক আবেদনের যোগ্যতা ও কোন মেডিকেলে কতটি সিট

:: MBBS এ মোট সিট আছে,
1. DMC- 197
2. SSMC- 197
3. ShSMC- 142
4. Mymensing- 197
5. Chittagong- 197
6. Rajshahi-197
7. Sylhet -197
8. Barishal-197
9. Rangpur-197
10. Khulna- 142
11. Bogra- 142
12. Dinajpur- 142
13. Faridpur- 110
14. Comilla- 110
15. Pabna- 55
16. Noyakhali- 55
17. Coxbazar – 55
18. Jessor- 55
19. kustia- 50
20. Kisorgong- 50
21. Satkhira- 50
22. Gopalgong- 51
+ গত বছরে চালু হওয়া নতুন আরো 5 টি
:: Totall- 3150++
এবার আসি B.D.S এ-
ঢাকা ডেণ্টাল ও ঢাকা টু রংপুর, মোট 9
টি মেডিকেল ডেণ্টাল মিলে, মোট
সিট হল-
= 557 টি
( Dhaka dental এ 100 টি, বাকীগুলোতে
গড়ে প্রায় 50 টি করে)
তাহলে, মোট সিট –
3000++(মেডিকেল) + 554 ( ডেণ্টাল)
= 3600++
এবার আসি কৌটায় ।
এর মধ্যে,
MBBS এ
*মুক্তিযোদ্ধার কোঠা- 55টি
* উপজাতি ( পার্বত্য+ বাইরে)- 20 টি
মোট 75 জন,
এবং, B.D.S এ-
*মুক্তিযোদ্ধার কোঠা- 10
* উপজাতীয় – 5
মোট – 15 জন
তাহলে, মোট সিট থেকে কোঠা বাদ
দিলে হয় =
3510++
এই যে, 3510++ জন আম-জনতা,
এর,
80% চান্স পাবে জাতীয় মেধায়, আর
বাকী 20% বরাদ্ধ আছে জেলা কোটায়,
( এই কোঠা টা সবার জন্যই প্রযোজ্য )
জাতীয় মেধায় মোট সিট,
3510++ এর 80%
= 2828++ জন
এই প্রথম 2828++ জনকে নেয়া হবে জাতীয়
মেধায়,
বাকী যে 700++ জন আছে এদের নেয়া
হবে “জেলা কোঠায়”
:::::: √ জেলা কোঠায় কিভাবে নেয়া
হবে?
→ ধরো, দেশে মোট জেলা 64 টি,
জেলা কোঠা- 700++,
সো গড়ে, 10/11 জন করে প্রত্যেকটা
জেলা থেকে ডাক্তার নেয়া হবে,
উদাহরণ,
ধরো, আমার বাড়ি পাবনায়, এবছর পাবনা
থেকে আমরা ধরো আমার 5 বন্ধু সহ মোট
পাবনার 6000 জন মেডিকেল পরীক্ষা
দিলাম,
এই 6000 জনের মধ্যে ধরো 150 জন
মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা-
কোটায় চান্স পেয়ে গেল ( মানে
তারা সিরিয়ালে প্রথম 2728++ জনের
মধ্যে থাকল)
তাহলে, বাকী যে 5850 জন আছে, এদের
মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম
10/11 জন কে পাবনা জেলা থেকে
জেলা কোঠায় নিয়ে নেয়া হবে,
ভর্তি পরীক্ষায় তারা যে নম্বরই পাক না
কেন, আমার পাবনা জেলার এই প্রথম
10/11 জন, জেলা কোঠায় চান্স পেয়ে
যাবে ।
:: তাহলে এবার বলো তো দেখি, আমার
বাড়ি যদি হয় পাবনায়, তাহলে আমার
জন্য মেডিকেলে মোট সিট কতটি ?
উত্তর-
মোট সিটের 80% ( মেরিট লিস্ট) +
জেলা কোঠার (10/11 টি)
অর্থাৎ, মোট সিট যদি হয়, 3510++
::তাহলে, আমার জন্য আসলে সিট, (2828++
+ জেলা কোঠার 10/11 টি)
আশা করি, তোমরা সবাই এখন
মেডিকেলের জেলা কোঠা কি তা
বুঝতে পেরেছো …

মেডিকেল ভর্তির পরীক্ষার জন্য ইশিখন.কম আয়োজন করেছে অসংখ্য মডেল টেস্ট, যেটি অনুশীলন করে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারবেন, যতবার খুশি মডেল টেস্ট দিয়ে দুর্বলতাগুলো বের করে প্রস্তুতি সম্পন্ন কর মেডিকেল এর মডেল টেস্টগুলো ইশিখনের কুইজ পাতায় পাবেন।

কোন মেডিকেলে কতটি সিট, কৌঠা ভিত্তিক আবেদনের যোগ্যতা দেখে নিন এখান থেকে

মেডিকেলে ভর্তির সচরাচর করা প্রশ্নসমুহের উত্তর

২০১৪-১৫ সেশনে মেডিকেলে ভর্তি পরীক্ষার ১০০ টি প্রশ্ন ও উত্তর

২০১৬-২০১৭ মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও করণীয় দেখে নিন এখান থেকে

মেডিকেল ভর্তির আদ্যোপ্রান্ত দেখে নিন এখান থেকে

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline