কম্পিউটার-নেটওয়ার্ক – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 486
4851. নিচের কোন পদ্ধতিতে কেন্দ্রীয় কোনো কম্পিউটারের প্রয়োজন হয় না?
- রিং
- ট্রি
- স্টার
- হাইব্রিড
4852. সবচেয়ে কম তার প্রয়োজন হয় কোন টপোলজিতে?
- মেশ
- ট্রি
- হাইব্রিড
- বাস
4853. বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে?
- বইয়ে
- ডাটাবেজে
- কাগজে
- পোস্টারে
4854. শক্তিশালী কম্পিউটারের ডেটাবেসে কি রাখা হয়?
- কাগজপত্র
- হার্ডওয়্যার
- সফটওয়্যার
- তথ্য
4855. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি?
- কো-এক্সিয়েল ক্যাবল
- ব্লুটুথ
- ইনফ্রারেড
- রেডিও ওয়েভ
4856. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি?
- নিয়মনীতি
- মিডিয়ার বর্ণনা
- এনআইসি
- ইউজারের বর্ণনা
4857. বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা যুক্ত থাকলে তাকে কি বলে?
- Client
- ইউজার
- প্রটোকল
- কম্পিউটার নেটওয়ার্ক
4858. কম্পিউটারের পারস্পারিক যোগাযোগকে কী বলা হয়?
- ট্যারেক্স
- মডেম
- নেটওয়ার্ক
- হাইওয়ে
4859. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগতহ তথ্যাদি ব্যবহার করা যায় নিম্নের কোন ব্যবস্থার মাধ্যমে?
- ড্রপবক্স
- কম্পিউটার
- টপোলজি
- প্রটোকল
4860. ক্লাউড কম্পিউটিং-েএর জন্য প্রয়োজন হয় না-
- নিজস্ব সার্ভার
- নিজস্ব দক্ষ লোক
- কম্পিউটার
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-নেটওয়ার্ক - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 486"