কম্পিউটার-তথ্যপ্রযুক্তি-এবং-আমাদের-বাংলাদেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2133
21321. মোবাইল টিকেটিং কোন ধরনের সেবা?
- ই-লার্নিং
- ইন্টারনেট
- ই-সেবা
- টোকেন সেবা
21322. বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটি অবশ্যই দরকার?
- জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া
- তথ্য প্রযুক্তির ব্যবহার না করা
- তথ্য প্রযুক্তি বিষেয়ে জানা
- তথ্য প্রযুক্তির বিষয়ে দক্ষাতা অর্জন
21323. সর্ব প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে?
- চার্লস ব্যাবেজ
- অ্যাডা লাভলেস
- ডেনিস রিচি
- জর্জ এটানাসফ
21324. চার্লস ব্যাবেজ ছিলেন একজন –
- প্রকৌশলী
- পদার্থ বিজ্ঞানী
- গনিতবিদ
A,C
21325. মানুষ জ্ঞান-
- সৃষ্টি করতে পারে
- ধারণ করতে পারে
- ব্যবহার করতে পারে
A,B,C
21326. ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিতে কী বলা হয়?
- E-commerce
- E-governance
- E-service
- E-lerning
21327. পৃথিবীতে জ্ঞান অর্জনের জন্য নানা পদ্ধতি রয়েছে। তথ্য প্রযুক্তির উন্নত হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন এসছে যেটি এক নতুন নামে আমাদের হাতে এসে পৌঁছেছে।
- ই-লাংর্নিং
- ই-গভর্ন্যান্স
- ই-সেবা
- ই-পাঠ
21328. এ পদ্ধতিতে পাঠদান বলতে বোঝায়-
- পত্রিকার মাধ্যমে পাঠদান
- ইন্টারনেটের মাধ্যমে পাঠদান
- ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে পাঠদান
B,C
21329. বাংলাদেশ কোন লক্ষ্যের দিকে এগিয়ে চেলেছে?
- শুধুমাত্র দারিদ্র মোচন করা
- সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়া
- ডিজিটাল বাংলাদেশ গড়া
- এনালগ বাংলাদেশ গড়া
21330. মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
- হার্ভাড বিশ্ববিদ্যালয়
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
- বোস্টন বিশ্ববিদ্যালয়
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কম্পিউটার-তথ্যপ্রযুক্তি-এবং-আমাদের-বাংলাদেশ - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2133"