
কম্পিউটার-ও-তথ্য-প্রযুক্তি – কম্পিউটার-বেসিক – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 14
131. কম্পিউটারের প্রধান মেমরি-
- মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
- মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
- মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
- সিপিইউ এর ভেতরে থাকে
132. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
- সফটওয়্যার
- প্রোগ্রাম
- অপারেটিং সিস্টেম
- হার্ডওয়ার
133. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
- C++
- ADA
- FORTRAN
- PASCAL
134. কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
- ১০০০ ´ ১০০০
- ১০২৪ ´১০২৪
- ১০৩২ ´১০৩২
- ১০০ ´১০০
135. Supercomputer Mainframe এর চেয়ে
- কম শক্তিশালী
- বেশি শক্তিশালী
- সমান শক্তিসম্পন্ন
- কোনটিই সত্য নয়
136. নিচের কোনটি Programmable system?
- Computer
- Telivision
- Radio
- Photocopying Machine
137. কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো-
- Bytes
- Bits
- Characters
- Sombols
138. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
- বৃহৎ সহায়ক স্মৃতি
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- প্যারেলেল প্রসেসিং
- বহনযোগ্যতা
139. বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?
140. কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
- গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ ও অংশের সমন্বয়ে
- স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
- অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
- অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।