এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 465
SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট | 4641. চেহেল সেতুন নামটির সাথে সাদৃশ্য রয়েছে-
- শায়েস্তা খানের
- মুর্শিদ কুলী খানের
- শাহ সুজার
- হুসেন শাহের
4642. মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ কী কাজ বলে মনে করতেন?
- অন্যায় কাজ
- সুনামের কাজ
- গৌরবের কাজ
- পুণ্যের কাজ
4643. বাংলায় মধ্যযুগের মুসলমান অভিজাতরা কীভাবে তাদের বিলাসিতা চর্চা করতো?
- ভ্রমণের মাধ্যমে
- আমোদ প্রমোদে লিপ্ত থেকে
- দান খয়রাতের মাধ্যমে
- বিদ্রোহ ঘোষণা করার মাধ্যমে
4644. বঙ্গের মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
4645. করিম মিয়া একজন কৃষক। কৃষি কাজ করতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। মধ্যযুগেও কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ছিল। কারণ তখন-
- চাষপদ্ধতি অনুন্নত ছিল
- সেচব্যবস্থার অভাব ছিল
- বীজের অভাব ছিল
A,C
4646. মুসলমান শাসনের পূর্বে বাংলার হিন্দুসমাজে জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। এর যথার্থ কারণ-
- অর্থসম্পদের প্রাচুর্য
- ধর্মীয় গোড়ামি
- বর্ণপ্রথার কুফল
B,C
4647. ওলিপুর গ্রামের উচ্চশ্রেণির মুসলমানগণ পায়জামা ও গোল গলাবদ্ধসহ জামা পরেন। তারা মাথায় পাগড়ি, পায়ে রেশম ও সোনার সুতার কাজ করা চামড়ার জুতা পরেন। তারা তাদের আঙুলে অনেকগুলো মনি-মুক্তা বসানো আংটি ব্যবহার করেন। এছাড়াও গ্রামের অভিজাত মহিলাদের কামিজ ও সালোয়ার ব্যবহার করতেন।ওলিপুর গ্রামের মুসলমানদের সাথে বাংলার কোন যুগের মিল বিদ্যমান?
- মধ্যযুগের
- আধুনিক যুগের
- প্রাচীন যুগের
- উত্তরাধুনিক যুগের
4648. উক্তযুগের গ্রামের মুসলমানদের মাঝে যে দুটি পৃথক শ্রেণির মুসলমান দেখা যায়-
- বিদেশ হতে আগত মুসলমান
- ধর্মান্তরিত মুসলমান
- স্থানীয় মুসলমান
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 465"