এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 460
4591. সুবাদার মীর জুমলার অন্যতম কৃতিত্ব হচ্ছে-
- হাজীগঞ্জ দুর্গ নির্মাণ
- খিজিরপুর দুর্গ নির্মাণ
- পতুর্গিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহতকরণ
A,B,C
4592. মধ্যযুগে বাংলার হিন্দু রমণীদের অন্যতম অলংকার হচ্ছে-
- সোনার ব্রেসলেট
- নাকপাশা
- কানবালা
A,B,C
4593. বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল-
- সমুদ্র বন্দর
- নদী বন্দর
- স্থল বন্দর
A,B
4594. মধ্যযুগের বাংলায় হিন্দুরা বিভিন্ন ধরনের পূজা করতো-
- ভাগ্যের জন্য
- রোগমুক্তির জন্য
- জ্ঞান বৃদ্ধির জন্য
A,B,C
4595. মধ্যযুগে বাংলার অর্থনীতিতে কৃষির ভূমিকা কীরূপ ছিল?
- কম
- সামান্য
- অপরিসীম
- মোটামুটি
4596. ‘দাখিল দরওয়াজ’ কে নির্মাণ করেন?
- আলাউদ্দিন হোসেন শাহ
- রুকনউদ্দীন বরবক শাহ
- মুজাফফর শাহ
- সিকান্দার শাহ
4597. নিখিল রায় পাঁচ হাজার টাকা পণ দিয়ে বিমল রায়ের ১৩ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। কয়েক বছর পার তাদের একটি সন্তান হলো এবং গঙ্গাজল দিয়ে ধৌত করে নিয়ে আসল। নিখিল রায় ও তার সম্পত্তিতে তার স্ত্রীর কোনো অধিকার ছিল না। হঠাৎ নিখিল রায় মারা গেলে তার স্ত্রীকেও একই চিতায় পোড়ানো হয়।নিখিল রায়ের স্ত্রীকে তার চিতায় পোড়ানোর মতো ঘটনা কোন সমাজের প্রতিচ্ছবি?
- হিন্দু
- মুসলমান
- বৌদ্ধ
- ব্রাহ্মণ
4598. উদ্দীপক দ্বারা তৎকালীন সমাজের যেসব সামাজিক ব্যাধি ফুটে উঠেছে তা হলো-
- বাল্যবিবাহ
- সতীদাহ প্রথা
- বর্ণপ্রথা
A,B,C
4599. কোন উদ্দেশে শিয়ারা তাজিয়া তৈরি করতো?
- মহররমকে উদ্দেশ্য করে
- শবে বরাতকে উদ্দেশ্য করে
- শবে কদরকে উদ্দেশ্য করে
- শবে মেরাজকে উদ্দেশ্য করে
4600. মালিক বলেন যে, এই যুগে বাংলার সুলতান, সুবেদার ও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের সান্নিধ্যে আসতেন। এখানে কোন যুগের কথা বলা হয়েছে?
- আধুনিক
- মধ্যযুগ
- প্রাচীন যুগ
- উত্তরাধুনিক যুগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 460"