এসএসসি-বাংলা-1-পদ্য-6-মানুষ – এসএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1008

অণুজীব

 

এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-6-মানুষ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1008

10071. কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন –

  1. বর্ধমান জেলায়
  2. ময়মনসিংহ জেলায়
  3. কুমিল্লা জেলায়
  4. বীরভুম জেলায়

10072. মানুষ কবিতায় কবির মতে মহীয়ান হলো –

  1. পাহাড়
  2. সমুদ্র
  3. ধর্ম
  4. মানুষ

10073. নিচের যে পঙক্তিতে মানুষের প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে তা হলো –

  1. ভ্যালা হলো দেখি লেঠা
  2. ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে
  3. নমাজ পড়িস বেটা

10074. মানুষ কবিতার প্রথম লাইন কোনটি?

  1. পূজারি
  2. দুয়ার খোলোহায় রে ভজনালয়
  3. গাহি আমি সাম্যের গান
  4. গাহি সাম্যের গান

10075. আশিটা বছর কেটে গেল, আমি ডাকিটি তোমায় কভু – এ কথাটি কার?

  1. পুরোহিতের
  2. পথিকের
  3. মোল্লা সাহেবের
  4. মুসাফিরের

10076. মানুষ কবিতায় বর্ণিত মোল্লাটি ছিল –

  1. প্রকৃত ধার্মিক
  2. স্বার্থপর
  3. দয়ালু
  4. পরোপকারী

10077. ঠাকুর হলো –

  1. দেবতা
  2. মন্দির
  3. মোল্লা
  4. ব্রাহ্মণ

10078. পান্থ শব্দের অর্থ হলো –

  1. পত্র
  2. পাতা
  3. পথিক
  4. পরক্ষণে

10079. কবি কেন ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলতে বলেছেন?

  1. মানুষের অধিকার প্রতিষ্ঠায়
  2. মোল্লা ও পুরোহিতের অধিকার নষ্ট করতে
  3. ধর্মচর্চা করার জন্য
  4. গোস্ত-রুটি বের করতে

10080. ভুখারির অনুভূতিতে ধরা পড়েছে –

  1. হতাশা
  2. ক্ষোভ
  3. ঘৃণা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline