
গত ৯ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। অনেকেই মোবাইল নং, কিংবা কলেজ, অথবা কলেজের শিফ্ট, ভার্সন, গ্রুপ ইত্যাদি ভুল করেছেন বলে ইশিখন.কম কে জানিয়েছেন। আবার অনেকে ৫টি কলেজ নির্বাচন করেও চান্স পাওয়া নিয়ে সন্দেহ থাকায় আরো কলেজ যুক্ত করতে চান।
কারো সিকুরিটি কোড না এলে কিংবা মোবাইল নং ভুল দিলে, অথবা কলেজ সংযোগ কিংবা বাদ দিতে চাইলে কিভাবে করবে, দেখে নাও।
যেভাবে একাদশ ভর্তির কলেজ সংযোজন, বিয়োজন, মোবাইল নংসহ অন্যান্য তথ্য হালনাগাদ করবেন:
প্রথমে http://www.xiclassadmission.gov.bd/ তে গিয়ে নিচে চিত্রের মত
1. Update Application, 2. Change Contact No, 3. Get Security Code নামে তিনটি বাটন দেখবেন।
স্টেপ-ক:: কলেজ সংযোজন বা বিয়োজন কিংবা পরবির্তন করতে 1. নং Update Application বাটনে যান। কিংবা এখানে যান: http://app2.xiclassadmission.gov.bd/board/application/applicationForm_TT
স্টেপ-খ:: মোবাইল নং পরিবর্তন করতে 2. Change Contact No এ যান। কিংবা এখানে যান: http://app.xiclassadmission.gov.bd/board/mobretrival
স্টেপ-গ:: মোবাইলে এখনো সিকুরিটি কোড না পেলে কিংবা নতুন নাম্বারে নতুন সিকুরিটি কোড পেতে 3. Get Security Code বাটনে যান। কিংবা এখানে যান: http://app.xiclassadmission.gov.bd/board/pinretrival
স্টেপ-ক:: কলেজ সংযোজন বা বিয়োজন কিংবা পরবির্তন চিত্রসমুহ


স্টেপ-খ:: মোবাইল নং পরিবর্তন চিত্রসমুহ:
আপনার মোবাইল নং ঠিক থাকলে সিকুরিটি কোড যাওয়ার কথা, চেক করে দেখুন, কেউ ডিলিট করেছে কিনা, অথবা মোবাইলে মেসেজ ফুল দেখাচ্ছে কিনা। সব ঠিক থাকার পরও যদি সিকুরিটি কোড না পান, তবে নিচের পদ্ধতিতে মোবাইল নং হালনাগাদ কর
স্টেপ-গ::মোবাইলে সিকুরিটি কোড চিত্রসমুহ
একাদশ ভর্তি আবেদনের তথ্য যেভাবে পুনরায় দেখবেন:
নিচের চিত্রের মত রোল নং , বোর্ড, পাশের সন, রেজি নং এবং নিচের ভ্যারিফিকেশন কোড দিয়ে নেক্সট এ ক্লিক করলে আপনার আগের সব তথ্য দেখবেন। এরপর প্রিন্ট এপলিকেশন এ ক্লিক করলে, চিত্র ২ এর মত কলেজ চয়েস লিস্ট দেখতে পাবেন।