এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 80
791. পুঞ্জিভূত অবচিতি হিসাব একটি –
- সম্পদ
- দায়
- প্রতি সম্পদ
792. অবচয়ের ফলে –
- স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়
- প্রতিষ্ঠানের তহবিলের পরিমাণ বৃদ্ধি পায়
- স্থায়ী সম্পত্তির মূল্যের কোনো পরিবর্তন হয় না
A,B
793. কোন ধরনের স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না?
- ব্যবহার করা সম্পত্তি
- বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়ক্রীত সম্পত্তি
- অফিসের ব্যবহারের জন্য সম্পত্তি
- স্কুল বা কলেজের স্থায়ী সম্পত্তি
794. অবচয় নির্ধারণ করার ক্ষেত্রে কোন পদ্ধতিকে বর্ধিষ্ণু পদ্ধতি বলা হয়?
- সরলরৈখিক পদ্ধতি
- ক্রমহ্রাসমান পদ্ধতি
- বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি
- খ ও গ উভয়ই
795. নিচের কোন সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য থাকে না?
- যন্ত্রপাতি
- সরঞ্জাম
- ট্রেডমার্ক
- আসবাবপত্র
796. কোনটি অবচয় ধার্যের উদ্দেশ্য বহির্ভূত?
- প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন
- প্রকৃত মুনাফা নির্ণয়
- সঠিক ব্যয় নির্ধারণ
- কর ফাঁকি দেয়া
797. অবচয় ধার্যের উদ্দেশ্য কোনটি?
- সঠিক লাভ-ক্ষতি নিরূপণ করা
- হিসাব খতিয়ান প্রস্তুত করা
- হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা
- আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি প্রদর্শন করা
798. একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদ মনে করছেন যে, চলতি বছর স্থায়ী সম্পদের অবচয় ধরা হয়েছে ১০,০০০ টাকা কম। এর কী প্রভাব পড়বে?
- মুনাফা বেড়ে গেল ১০০০০ টাকা
- মুনাফা কমে গেল ১০০০০ টাকা
- মুনাফা পরিমাণ স্তিতিশীল থাকবে
- নগদ টাকা বেড়ে গেল ১০০০০ টাকা
799. কোন ধরনের সম্পদ সরাসরি ভোগ করা যায় না?
- দৃশ্যমান সম্পদ
- অদৃশ্যমান সম্পদ
- প্রাকৃতিক সম্পদ
- অলীক সম্পদ
800. খনিজ সম্পদের জন্য অবচয় নির্ণয়ের কোন পদ্ধতি উপযুক্ত?
- স্থিরকিস্তি
- ক্রমহ্রাসমান
- শূন্যকরণ
- প্রতিস্থাপন ব্যয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - এইচএসসি-হিসাববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 80"