এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-2 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 831
8301. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নি:সরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত?
- 80.12
- 73.5
- 72.5
- 65.31
8302. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নি:সরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও 80 সেকেন্ড সময় লাগে। উদ্দীপকের আলোকে বলা যায়-
- অক্সিজেন ব্যাপন হার বেশি
- অজানা গ্যাসের ঘনত্ব বেশি
- তাপ ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
8303. জুল থমসন প্রভাব প্রয়োগ করে-
- গ্যাসকে সংকুচিত করা যায়
- গ্যাসের অণুসমূহের আন্ত:কণা আকর্ষণ বৃদ্ধি করা যায়
- অণু সমূহের গতিশক্তি বৃদ্ধি করা যায়
8304. বাস্তব গ্যাসমমূহ PV=nRT সমীকরণ গ্যাসের গতিতত্ত্বের কয়টি স্বীকার্যের জন্য প্রযোজ্য হয় না?
- একটি
- দুইটি
- তিনটি
- চারটি
8305. NOx এর প্রধান উৎস কোনটি?
- জীবাষ্ম জ্বালানি
- দাবানল
- তাপবিদ্যুৎ কেন্দ্র
- সালফার নিষ্কাশন
8306. সমচাপ রেখা কখন পাওয়া যায়?
- আয়তন বনাম সময়ের লেখচিত্রে
- আয়তন বনাম ঘনত্বের লেখচিত্রে
- আয়তন বনাম পরম তাপমাত্রার বিপরীত লেখচিত্রে
- ঘনত্ব বনাম পরম তাপমাত্রার লেখচিত্রে
8307. স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়লে-
- আয়তন বাড়বে
- আয়তন কমবে
- আয়তন স্থির থাকবে
- ঘনত্ব কমবে
8308. গে-লুসাকের সূত্র মতে
- P & T
- T & P
- x & y
- V & n
8309. গ্যাসের অণুসমূহ সর্বদা অতিদ্রুত গতিতে ছুটাছুটি করে-
- চক্রপথে
- গোলাকার পথে
- সরলপথে
- উঁচু নিচু পথে
8310. ভূ-পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই বায়ুর কী কমতে থাকে?
- ঘনত্ব
- উপাদান
- তাপমাত্রা
- সৌরশক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-রসায়ন ২য়পত্র-2 - এইচএসসি-রসায়ন ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 831"