এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 337
3361. প্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশের জ্য কোন সাংগঠনিক কাঠামো অধিকতর কার্যকর?
- সরলরৈখিক
- কার্যভিত্তিক
- সরলরৈখিক ও পদস্থ
- কমিটি
3362. উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে সম্পর্কীত কাজ কোনটি?
- পরিকল্পনা
- সংগঠন
- কর্মীসংস্থান
- নির্দেশনা
3363. ছোট আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী?
- কার্যভিত্তিক
- সরলরৈখিক
- উপদেষ্টা
- ম্যাট্রিক্স
3364. সরলরৈখিক সংগঠনের সুবিধা হলো –
- সহজ সংগঠন
- সিদ্ধান্ত গ্রহণ
- সহজ নিয়ন্ত্রণ
A,B,C
3365. সংগঠন কাঠামো দেখে নিচের কোনটি সম্পর্কে জানা যায়?
- নির্দেশনার ধরন
- কর্তৃত্ব শিকল
- ক্ষমতার প্রকৃতি
- প্রতিষ্ঠানের সামর্থ্য
3366. সাংগঠনিক মর্যাদা যখন চোখে দেখা যায় তখন তাকে বলে –
- সাংগঠনিক তালিকা
- সংগঠন কাঠামো
- বাজেট পুস্তিকা
3367. সামরিক সংগঠন নামে পরিচিত?
- সরলরৈখিক সংগঠন
- সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন
- কার্যভিত্তিক সংগঠন
- কমিটি
3368. কোন ধরনের নির্বাহির কার্যভার লাঘবের জন্য সরলরৈখিক ও উপদেষ্টা কর্মী সংগঠন গড়ে ওঠে?
- বিশেষজ্ঞ
- উপদেষ্টা
- সরলরৈখিক
- কার্যভিত্তিক
3369. সেনাবাহিনীতে কোন শ্রেণির সংগঠন কাঠামো বিদ্যমান?
- বিশেষজ্ঞ
- কার্যভিত্তিক
- সরলরৈখিক
- কমিটি
3370. সাংগঠনিক কাঠামো প্রণয়নের কারণ কোনটি নয়?
- জনশক্তির যথাযথ ব্যবহার
- সহজ সমন্বয়
- বিশেষীকরণে সহায়তা
- ভবিষ্যৎ দর্শন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।