এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য-6-নূরলদীনের-কথা-মনে-পড়ে-যায় – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 723
7221. নুরলদীন কীসের ডাক দিয়েছিলেন?
- মিছিলের ডাক
- বিদ্রোহের
- নির্বাচনের
- কোনোটিই নয়
7222. “যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়”- চরণটির দ্বারা কী প্রকাশ পেয়েছে?
- হতাশা
- বেদনা
- আশা
- সবগুলো
7223. ‘নীল দংশন’ , ‘নিষিদ্ধ লোবান’ রচনার মধ্যে সাদৃশ্য কোথায়?
- বিষয়ে
- লেখকে
- চরিত্রে
- সবগুলো
A,B
7224. নিচের কোনটি ধবল শব্দের সমার্থক?
- সফেদ
- কৃষ্ণ
- লালচে
- হলুদ
7225. কবিতায সমস্ত নদীর অশ্রু কোথায় গিয়ে মেশে?
- ব্রহ্মপুত্রে
- মেঘনায়
- পদ্মায়
- সুরমায়
7226. ‘নুরলদনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে?
- ব্রহ্মপুত্র
- পদ্মা
- মেঘনা
- যমুনা
7227. স্বপ্ন লুট হয়ে যা,য়ার কথা বলা হয়েছে কোন কবিতায়?
- নূরলদীনের কথা মনে পড়ে যায়
- বঙ্গভাষা
- সোনার তরী
- জীবন-বন্দনা
7228. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় সোনর বাংলা কী দ্বারা ছেয়ে যায়?
- দালালের আলখাল্লায়
- শ্রমিক জনতায়
- সাধারণ মানুষে
- প্রতিবাদী মানুষে
7229. “জাগো বাহে কোনঠে সবায়” চরণটিতে কোন রীতির শব্দ ব্যবহৃত হয়েছে?
- আঞ্চলিক
- দেশি
- সাধু
- প্রমিত
7230. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় অভাগা মানুষ কী আশায় বুক বাঁধে?
- নূরলদীনের আগমনের জন্য
- যুদ্ধের জন্য
- ভাষণ শোনার জন্য
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-পদ্য-6-নূরলদীনের-কথা-মনে-পড়ে-যায় - এইচএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 723"