এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ১মপত্র-1 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ইতিহাস ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1128
11271. নামিজ-উদ-দৌলা কে ছিলেন?
- সিরাজদ্দৌলার পুত্র
- মীরজাফরের পুত্র
- সিরাজদ্দৌলার দোহিত্র
- মীরজাফরের দোহিত্র
11272. মীর কাশিম ছিলেন না-
- সুদক্ষ শাসক
- দূরদর্শী
- স্বাধীনচেতা
- হীন চরিত্রের
11273. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
- আলবেনিয়ায়
- ইথিওপিয়ায়
- তিউনেশিয়ায়
- মিসরে
11274. মীরকাশিম কত সালে বাংলার মসনদে বসেন?
- 1760
- 1761
- 1762
- 1763
11275. একজন ইউরোপীয় সুজানগর গ্রামে তার নিজের দেশের কথা স্মরণ করে দোকানের নাম দিয়েছেন ‘ডাচ-বাংলা সুগার মিল।’ তিনি কোন দেশের অধিবাসী?
- পর্তুগাল
- হল্যান্ড
- ডেনমার্ক
- গ্রিস
11276. পূর্নিয়ার কোন শাসক সিরাজউদ্দৌলার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে?
- জানকিরাম
- নাজিম-উদ-দৌলা
- শওকত জঙ্গ
- সেতাব রায়
11277. লুণ্ঠনের ক্ষেত্রে ডাচদের সাথে তুমি কাদের সাদৃশ্য পাবে?
- ফরাসি
- ইংরেজ
- ডেনিশ
- অস্ট্রিয়ান
11278. ‘অন্ধরূপ হত্যা’ নামক মিথ্যা প্রচারণায় হলওয়েল দাবি করেন-
- ১৪৬ ইংরেজকে বন্দী করা হয়
- বন্দীদের রাখা কক্ষের আয়তন ১৮ x ১৪.১ বর্গফুট
- বন্দীদের ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান
A,B,C
11279. পলাশীর যুদ্ধে নবাবের বাহিনী ভাগীরখী নদীর কোন দিকে অবস্থান নেয়?
- ২৩ মাইল পশ্চিমে
- ২৫ মাইল দক্ষিণে
- ২১ মাইল পশ্চিমে
- ২৩ মাইল দক্ষিণে
11280. বক্সারের যুদ্ধের সময় বক্সার নামক স্থান যে অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল-
- বাংলা
- বিহার
- উড়িষ্যা
- অযোধ্যা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-ইতিহাস ১মপত্র-1 - এইচএসসি-ইতিহাস ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1128"