এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন্স

এইচ.এস.সি ২০১৯ পরীক্ষার্থীদেরকে ইশিখনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

সামনে এইচ.এস.সি পরীক্ষা। হাতে তেমন সময় নেই। এখন নিতে হবে কঠোর প্রস্তুতি। আপনাদের সল্প সময়ের প্রস্তুতির জন্য নিয়ে এলাম কিছু সাজেশন্স। আজ দেব জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন্স। আশা করি এগুলো অনুসরণ করলে মোটামুটি পরীক্ষায় কমন পড়বে।

এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৮—
বায়োলজি ১ম পত্র
.
অধ্যায় কোষ ও এর গঠন জ্ঞানমূলক :-
.
কোষবিদ্যা/সাইটোলজি, কোষ মতবাদ, সাইক্লোসিস, প্লাজমোডেসমাটা, একক পর্দা/ ইউনিট মেমব্রেন, সাইটোসল, রাইবোসোম, অটোলাইসিস, সেন্ট্রেস্ফিয়ার, ক্লোরোপ্লাস্ট,
নিউক্লিয়াস, নিউক্লিওলাস, হেটারোক্রোমাটিন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, নিউক্লিওসাইড, জিন, কোডন, ইনট্রন, সার্বিকৃত কোষ, অক্সিসোম, লাইপোপ্রোটিন, গ্রাইকোক্যালিক্স, গ্রানাম, কোষঝিল্লি, কোষপ্রাচীর।
.
অনুধাবনমূলক :

১। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন?
২। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন?
৩। লাইসোসোমকে ‘সুইসাইডাল স্কোয়াড’ বলা হয় কেন?
৪। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন?
৫। ব্যাকটেরিয়াকে আদি কোষ বলার কারণ কী?
৬। লিউকোপ্লাস্টকে বর্ণহীন অঙ্গাণু বলা হয় কেন?
৭। কোষতত্ত্ব বলতে কী বোঝো?
৮। জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লেখো।
৯। বার্তাবহ RNA বলতে কী বোঝো?
১০। DNA-এর জৈবিক তাৎপর্য লেখো।
১১। উদ্ভিদকোষের প্রধান বৈশিষ্ট্য লেখো।
১২। পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
১৩। নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য লেখো।
১৪। নিউক্লিক এসিড বলতে কী বোঝো?
১৫। DNAকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?
১৬। দেহকোষ বলতে কী বোঝো?
১৭। প্রোটিন তৈরির কারখানার গঠন লেখো।
১৮। ডি-অক্সিরাইবোজ বলতে কী বোঝো?
১৯। নিউক্লিওটাইড বলতে কী বোঝো? প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক :
১। DNA-এর ভৌত ও রাসায়নিক গঠন লেখো।
২। DNA ও RNA-এর মধ্যে পার্থক্য লেখো।
৩। কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে লেখো।
৪। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ এবং এদের মধ্যে বিদ্যমান অমিলগুলো লেখো।
৫। ক্রোমোজমের ভৌত ও রাসায়নিক গঠন লেখো।
৬। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা দাও।
৭। DNA-এর রেপ্লিকেশন প্রক্রিয়ার (অর্ধসংরক্ষণশীল) বর্ণনা দাও।
৮। আদর্শ উদ্ভিদকোষের চিহ্নিত চিত্র আঁক।
৯। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমের প্রকারভেদ লেখো।
১০। আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্য লেখো।
.
অধ্যায় : কোষ বিভাজন

জ্ঞানমূলক :
মাইটোসিস, কোষচক্র, ইন্টারফেজ, প্রোফেজ,
মেটাকাইনেসিস,সসাইটোকাইনেসিস, সাইন্যাপসিস, কায়াজমা, ক্যারিওকাইনেসিস, টেলোফেজ, বাইভ্যালেন্ট/ডায়াড, ক্রসিংওভার, ইন্টারকাইনেসিস, অ্যামাইটোসিস, প্রান্তীয়করণ, মিয়োসিস, সিস্টার ক্রোমাটিড, হোমোলোগাস ক্রোমোজম, বিষুবীয় অঞ্চল।

অনুধাবনমূলক :

১। মিয়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
২। ইন্টারফেজ বলতে কী বোঝো?
৩। জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের ভূমিকা লেখো।
৪। মাইটোসিসের মুখ্য পরিণতি লেখো।
৫। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো।
৬। জীবদেহে জেনেটিক ভ্যারিয়েশন সংঘটনে মায়োসিসের ভূমিকা লেখো।
৭। মাইটোসিস কোথায় ঘটে?
৮। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লেখো।
৯। মিয়োসিসের বৈশিষ্ট্যগুলো লেখো।
১০। মাইটোসিস অ্যানাফেজ এবং মায়োসিস অ্যানাফেজ-১ এর মধ্যে পার্থক্য লেখো।
১১। মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
১২। কোষ বিভাজনের প্রয়োজনীয়তা লেখো।
১৩। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল লেখো।
১৪। কোষ বিভাজনে সাইটোকাইনেসিসের প্রয়োজন কেন?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক :

১। মায়োসিস-১ এর প্রোফেজ-১ এর উপদশাগুলোর বর্ণনা।
২। ক্রসিং ওভারের কৌশল ও তাৎপর্য লেখো।
৩। মাইটোসিস বিভাজনের ধাপগুলো লেখো।
৪। মাইটোসিস ও মায়োসিস বিভাজনের মধ্যে পার্থক্য
লেখো।
৫। কোষচক্র সম্পর্কে লেখো।
৬। মায়োসিস বিভাজনের গুরুত্ব লেখো।
.
অধ্যায় : কোষ রসায়ন
জ্ঞানমূলক :

কার্বোহাইড্রেট, অ্যামিনো এসিড, প্রোটিন, স্টার্চ, লিপিড, পেপটাইড বন্ড ,প্রোসথেটিক গ্রুপ, কো-এনজাইম, অ্যাপোএনজাইম, কো-ফ্যাক্টর,সাব স্ট্রেট, লাইয়েজ এনজাইম, স্টেরয়েড, ক্রোমোপ্রোটিন, মিউকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এনজাইম, রিডিউসিংশর্করা, সক্রিয়ন শক্তি, গ্লাইকোসাইড, ট্রাইগিলসারাইড।

অনুধাবনমূলক :
১। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কিন্তু গবাদিপশু পারে কেন?
২। সব এনজাইম প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়- ব্যাখ্যা করো।
৩। গ্লাইকোজেন বলতে কী বোঝো?
৪। মলটোজের রাসায়নিক গঠন লেখো।
৫। একটি -D গ্লুকোজের রিংস্ট্রাকচার দেখাও।
৬। সুক্রোজ রিডিউসিং সুগার নয় কেন ব্যাখ্যা করো।
৭। এনজাইম ও কো-এনজাইমের মধ্যে পার্থক্য লেখো।
৮। স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য লেখো।
৯। রাইবোজ ও ডি-অক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য লেখ।
১০। অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য ও কাজ লেখো।
১১। উৎসেচকের কাজগুলো লেখো।
১২। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলতে কী বোঝো?
১৩। বিজারক শর্করা বলতে কী বোঝো/ গ্লুকোজ ও ফ্রুক্টোজ বিজারক চিনি কেন?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক :
১। গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণিবিন্যাস করো।
২। কাজের ভিত্তিতে এনজাইমের শ্রেণিবিন্যাস করো।
৩। এনজাইমের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য লেখো।
৪। লিপিডের বৈশিষ্ট্য ও কাজ লেখো।
৫। প্রোটিনের বৈশিষ্ট্য ও কাজ লেখো।

>>আরো সাজেশন্স পেতে আমাদের সাথে যোগ দিয়ে থাকুন। সবাই ভাল করে পরীক্ষা দিবেন আশা করি।

ইশিখনের সাথে থাকুন।

আরো দেখুন:

এইচএসসি  পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – বাংলা প্রথম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – বাংলা দ্বিতীয় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – পদার্থ ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – পদার্থ ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – গণিত ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – রসায়ন ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – বাংলা প্রথম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ইংরেজী ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ইংরেজী ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – গণিত ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – হিসাববিজ্ঞাব ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – হিসাববিজ্ঞাব ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন্স

এইচ এস সি পরীক্ষা ২০১৯ প্রস্তুতি – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র সাজেশন্স

মন্তব্য করুন