উৎপাদন-ব্যয়-হিসাব – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 147

উৎপাদন-ব্যয়-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 147

1461. মাল খতিয়ান কে সংরক্ষণ করেন?

  1. ক্রয় ব্যবস্থাপক
  2. বিক্রয় ব্যবস্থাপক
  3. ভান্ডার রক্ষক
  4. উৎপাদন ব্যয় হিসাবরক্ষক

1462. লাভসহ বিক্রয়ের সমপরিমাণ হলো –

  1. বিক্রিত পণ্যের ব্যয় – মোট ক্ষতি
  2. বিক্রিত পণ্যের ব্যয় + মোট মুনাফা
  3. মোট মুনাফা – বিক্রিত পণ্যের ব্যয়
  4. মোট মুনাফা + নিট মুনাফা

1463. প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হারের ওপর ভিত্তি করে দরপত্র বিবরণীতে নির্ণয় করতে হবে –

  1. কারখানা উপরিব্যয়
  2. অফিস উপরিব্যয়
  3. উৎপাদন ব্যয়

1464. যখন মজুরি অনুমোদিত হয় তখন উহা লিপিবদ্ধকরণে –

  1. মজুরি হিসাব ডেবিট
  2. প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট
  3. অগ্রিম মজুরি হিসাব ক্রেডিট

1465. পণ্যের উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয় হলো –

  1. প্রত্যক্ষ ব্যয়
  2. ডক চার্জ
  3. বেতন

1466. উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো কোনটি?

  1. কাঁচামাল
  2. শ্রম
  3. উপরিব্যয়
  4. প্রশাসনিক ব্যয়

1467. বিক্রয়মূল্যের ওপর ২০% হারে মুনাফার পরিমাণ ২৭,৫০০ টাকা হলে মোট ব্যয় কত?

  1. ১০০০০০ টাকা
  2. ১০৫০০০ টাকা
  3. ১১০০০০ টাকা
  4. ১২০০০০ টাকা

1468. উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য হলো –

  1. ব্যয় বন্টন
  2. ব্যয় নির্ধারণ
  3. ব্যয় নিয়ন্ত্রণ
  4. ব্যয় পরিকল্পনা

1469. মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করে দরপত্র ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়?

  1. প্রত্যাশিত ক্ষতি
  2. প্রত্যাশিত মুনাফা
  3. সার্ভিস চার্জ
  4. আয়কর

1470. উৎপাদন ব্যয় হিসাবের দুটি মুখ্য উদ্দেশ্য কী?

  1. ব্যয় ও তথ্য লিপিবদ্ধকরণ ও ব্যয় নির্ণয়
  2. ব্যয় নির্ণয় ও বিক্রয়মূল্য নির্ণয়
  3. ব্যয় নির্ণয় ও মুনাফা নির্ণয়
  4. ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline