উদ্ভিদে-বংশ-বৃদ্ধি – জেএসসি-বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 776
7751. কন্দের মাধ্রমে প্রজনন হয়-
- পিঁয়াজ
- রসুন
- পুদিনা
A,B
7752. কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে যে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
- টিউমার
- টিউবার
- রাইজোম
- স্টোলন
7753. বীজপত্রের নিচের দিকের অংশকে কী বলে?
- ভ্রুণমূল
- ভ্রুণকান্ড
- ভ্রূণআবরণ
- ভ্রূন
7754. দেহের খন্ডায়নের মাধ্যমে প্রজনন ঘটে-
- Spirogyra
- Mucor
- Penecillium
A,B
7755. বুলবিল এর উদাহরণ কোনটি?
- পেঁয়াজ
- রসুন
- চুপড়ি আলু
- ফণিমনসা
7756. নিচের কোনটিতে মৃদগত অংকুরোদগম হয়?
- বেড়ী
- ধান
- কৃমড়া
- তেঁতুল
7757. নিচের কোনটির মাধ্যমে সাধারণত সপুষ্পক উদ্ভিদের বংশ বৃদ্ধি ঘটে?
- সাকার
- বীজ
- স্টোলন
- কান্ড
7758. কোনটি পানিপরাগী ফুল?
- ধান
- কলমি
- কুমড়া
- পাতাশ্যাওলা
7759. কোন ফুলে উপবৃতি থাকে?
- ধুতুরা
- কুমড়া
- জবা
- লাউ
7760. ভ্রূণমূলের উপরের অংশকে কী বলে?
- এপিকোটাইল
- হাইপোকোটাইল
- টেগমেন
- টেস্টা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উদ্ভিদে-বংশ-বৃদ্ধি - জেএসসি-বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 776"