ইনফোনেট কোর্সের সিলেবাস
রাত ৮টা থেকে রাত ১২টা সিরিয়াল অনুযায়ী যেকোন ব্যাচে অংশ নিতে পারবেন। চাকরীজীবিরাও এখানে অংশ নেওয়ার সুযোগ পাবেন, কারণ আমাদের ব্যাচটি রাত ১২টা পর্যন্ত। তাছাড়া নারীদের জন্য বাসায় বসে কোর্স শেখার এবং আর্ন করার একটি বিশাল সম্ভাবনা এই ফ্রিল্যান্সিং ।
প্রতিটি ক্লাস শেষে আবার প্রাকটিজ ফাইল সমুহ আমাদের শিক্ষার্থীদের জন্য যে সেক্রেট গ্রুপ সেখানে আপলোড করা হবে। শিক্ষার্থীগণ উক্ত ফাইলগুলো ডাউনলোড করে নিজেরা প্রাকটিজ করবেন। কোনটা বুঝতে সমস্যা হলে আমাদের পরবর্তী ক্লাসের প্রথম যে ১৫ মিনিট সময় দেওয়া হবে, সেখানে জানাবেন।
প্রথম ১৫ মিনিট পুর্বের লেকচারের উপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং পরবর্তী ১ ঘন্টা মুল ক্লাসের লেকচার সর্বশেষ ১৫ মিনিট আজকের ক্লাসের উপর প্রশ্নোত্তর।