🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

ইংরেজী শব্দের মজার কিছু তথ্য !

“::shikhun>>It is raining. Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।
::shikhun>>Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজী শব্দ যেটি কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
::shikhun>>Dreamt একমাত্র ইংরেজী শব্দ যার শেষে mt আছে ।
::shikhun>>ইংরেজীতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
::shikhun>>Almost সবচেয়ে বড় ইংরেজী শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
::shikhun>>ইংরেজীতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
::shikhun>>Lollipop হল সবচেয়ে বড় ইংরেজী শব্দ যেটি কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
::shikhun>> screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজী শব্দ।
::shikhun>>Underground এমন একটি শব্দ যেটি প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
::shikhun>>set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
::shikhun>>therein এমন একটি শব্দ যেটি থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein.
::shikhun>>Typewriter সবচেয়ে বড় ইংরেজী শব্দ যেটি কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
::shikhun>>indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
::shikhun>> Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
::shikhun>>understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
::shikhun>> queue একমাত্র ইংরেজী শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়। শব্দের প্রথম অক্ষর q যদি হয় তাহলে তারপর সব সময়ই u হয়”

   
   

0 responses on "ইংরেজী শব্দের মজার কিছু তথ্য !"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved