“The man (who/whom) stole my backpack has been arrested.
who/whom কোনটি হবে? এই ধরনের প্রশ্নে আপনি confused হয়ে যান। বাক্যটির অর্থ : যে মানুষ আমার ব্যাকপ্যাক চুরি করেছিল সে গ্রেফতার হয়েছে.। এখানে দুইটা verb আছে : stole এবং has been arrested। দুইটা verb মানে দুইটা subject হবে। বাক্যটির মূল গঠন হলো :The man has been arrested.
(মানুষটি গ্রেফতার হয়েছে)। কোন মানুষ? যে (who) আমার ব্যাকপ্যাক চুরি করেছিল। এখানে stole এই verb এর subject হবে who, whom না। whom সাবজেক্ট হতে পারে না। সঠিক বাক্য হবে :
The man who stole my backpack has been arrested.”
আরও পড়ুনঃ-
0 responses on "ইংরেজি গ্রামার পাঠ Grammar Lesson (Who/Whom) এর ব্যবহার"