অণুজীব

 

আর্ন্তজাতিক-বিষয়াবলি – সাধারণ-জ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 39

381. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংগঠন (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?

  1. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
  2. ফাং লিউ (চীন)
  3. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
  4. আইরিন খান (বাংলাদেশ)

382. ২০১৫ সালে উইম্বলডন টেনিসে মহিলা এককে চ্যাম্পিয়ন কে?

  1. মারিয়া শারাপোভা
  2. ভেনাস উইলিয়ামস
  3. সেরেনা উইলিয়ামস
  4. ভিক্টোরিয়া আজারেঙ্কা

383. হংকং- এর আইনসভার নাম কি?

  1. ডায়েট
  2. কংগ্রেস
  3. সংসদ
  4. লেজিসলেটিভ কাউন্সিল

384. ২০১৭ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?

  1. ঢাকা (বাংলাদেশ)
  2. টোকিও (জাপান)
  3. বেইজিং (চীন)
  4. কোনাক্রি (গিনি)

385. SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?

  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক

386. বিশ্ববাজারে মোটরগাড়ি বিক্রিতে বর্তমানে (২০১৫) শীর্ষ স্থান কোন প্রতিষ্ঠানের–

  1. ফোর্ড (যুক্তরাষ্ট্র)
  2. জেনারেল মোটরস্‌ (যুক্তরাষ্ট্র)
  3. টয়োটা (জাপান)
  4. ভক্সওয়াগন (জার্মানি)

387. ২৬ এপ্রিল ২০১৫ কোন দেশ বিশ্ব বাণিজ্য সংগঠন (WTO)- এর ১৬১তম সদস্য পদ লাভ করে?

  1. ইরান
  2. সার্বিয়া
  3. সুদান
  4. সিচেলিস

388. মার্কিন যুক্তরাষ্ট্র কবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায়?

  1. ২৪ ডিসেম্বর ২০১৪
  2. ২৬ ডিসেম্বর ২০১৪
  3. ২৫ ডিসেম্বর ২০১৪
  4. ২৮ ডিসেম্বর ২০১৪

389. লাফার্জ-হোলসিম একীভূত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে কবে?

  1. ১৫ জুলাই ২০১৫
  2. ১২ জুলাই ২০১৫
  3. ১০ জুলাই ২০১৫
  4. ১ জুলাই ২০১৫

390. ২০১৪ সালের ৬৩তম মিস ইউনিভার্স কে?

  1. পলিন ভেগা
  2. পলিন থেরন
  3. শার্লী ভেগা
  4. উপরের কেউ না

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline