আরো সাড়ে ২২ হাজার ভবন নির্মাণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষামন্ত্রী

আরো সাড়ে ২২ হাজার ভবন নির্মাণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষামন্ত্রী

আরো সাড়ে ২২ হাজার ভবন নির্মাণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০০৯ খ্রিস্টাব্দে থেকে এ পর্যন্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় ১০ হাজার ৫০০ নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আরো ২২ হাজার ৫০০ ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলো চার থেকে দশ তলা পর্যন্ত হবে।

শনিবার (৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কর্তৃক ২০১৭-২০১৮ খ্রিস্টাব্দের এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় ২০টি হাইস্কুল, ৬টি মাদ্রাসা এবং সবগুলো কলেজে ভবন নির্মাণ করা হবে। ২০টি স্কুলের মধ্যে ১০টিতে নতুন ভবন এবং ১০টিতে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। ২০০ কলেজে মহিলা আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) নির্মাণ করা হবে। এর মধ্যে ১০০টির নির্মান কাজ চলছে। এ বছরের মধ্যে এই ১০০টি টিএসসির নির্মাণ কাজ সম্পন্ন করতে তিনি ইইডির প্রকৌশলীদের নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গুনগত পরিবর্তন হয়েছে। ভাল পরিবেশ তৈরি হয়েছে। এ পরিবেশ ও সুনাম ধরে রাখতে হবে। সবার আগে কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে হবে। এবারের এডিপি বাস্তবায়নে অবশিষ্ট সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কাজগুলো যাতে ভাল ও টেকসই হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মানের সাথে কোন আপোষ করা যাবে না। উন্নত ও সুন্দর ডিজাইনের ভবন নির্মাণ করতে হবে, যাতে শিক্ষার্থীদের কাছে আকর্ষনীয় হয়।

 

 

আরো পড়ুন:

ভাল বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট ও অনুপ্রাণিত করতে হবে, শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, শিক্ষামন্ত্রী

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline