আদর্শ-গ্যাস-ও-গ্যাসের-গতিতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1305
HSC-পদার্থবিজ্ঞান ১মপত্র কুইজ | 13041. গড় মুক্ত পথ –
- একক আয়তনে অণুর সংখ্যার ব্যস্তানুপাতিক
- অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক
- গ্যাসের চাপের ও তাপমাত্রার সমানুপাতিক
13042. পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী গড় দূরত্বকে কী বলে?
- গড় মুক্ত পথ
- মুক্ত পথ
- গড় বেগ
- বেগ বন্টন
13043. হাইডোজেনের ক্লান্তি তাপমাত্রা কত?
- -2300C
- -2400C
- -2600C
- -2650C
13044. কোন গ্যাসের অণুর গড় মুক্তপথ 2.2 x 10-8 m এবং ব্যাস 2 x 20-10 m হলে প্রতি ঘনসেন্টিমিটারে অণুর সংখ্যা কত?
- 2.55 x 1026
- 2.55 x 1024
- 2.55 x 1020
- 1.81 x 1026
13045. হাইড্রোজেন কত তাপমাত্রায় তরলে পরিণত হয়?
- -2490C
- -2590C
- -2690C
- -2790C
13046. রাস্তার ব্যাংকিং নির্ভর করে –
- গাড়ির দ্রুতির উপর
- গাড়ির ভরের উপর
- বাঁকের ব্যাসার্ধের উপর
13047. 20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30 rad/sec হতে হ্রাস পেয়ে 10 rad/sec হয়। কৌণিক মন্দন হবে –
- 3.18 rad/sec2
- 2.5 rad/sec2
- 6.36 rad/sec2
- 5 rad/sec2
13048. রকেটের চলার ক্ষেত্রে কোন সূত্র কার্যকর?
- নিউটনের গতির ২য় সূত্র
- নিউটনের গতির ১ম সূত্র
- নিউটনের গতির ৩য় সূত্র
- লামীর উপপাদ্য
13049. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কোনটির কারণে?
- বলের প্রতিক্রিয়া
- স্থিতি জড়তা
- গতি জড়তা
- বাতাসের চাপ
13050. 36 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1.0 মিনিটে বস্তুটির বেগ 15km/h বৃদ্ধি পাবে?
- 2.4 N
- 2.5 N
- 14.4 N
- 28.8 N
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "HSC-পদার্থবিজ্ঞান ১মপত্র কুইজ- 1305"