আদর্শ-গ্যাস – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1297
12961. শুষ্ক বায়ু বলতে কী বুঝায়?
- শিশিরাঙ্ক 00C
- পরম আর্দ্রতা শূন্য
- শিশিরাঙ্ক 10C
- আপেক্ষিক আর্দ্রতা 0%
12962. R এর একক কী?
- J mol-1 K
- J-1 mol K-1
- 4.21 JK-1 mole-1
- J mol-1 K-1
12963. গ্যাসীয় পদার্থকে তাপ প্রদান করলে –
- প্রকৃত ও আপাত প্রসারণ ঘটে
- শুধু আপাত প্রসারণ ঘটে
- শুধু প্রকৃত প্রসারণ ঘটে
- প্রসারণ ঘটে কিন্তু চাপের কোনো পরিবর্তন ঘটে না
12964. “শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর উপর নির্ভর করে না” – কার সূত্র?
- স্লেইসার
- ডালটন
- ক্লসিয়াস
- হার্ন
12965. বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে?
- তাপমাত্রা
- চাপ
- আয়তন
- ঘনত্ব
12966. জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা কত?
- -1190C
- -2400C
- 1000C
- 3610C
12967. কোনো গ্যাস অণুর গড় মুক্ত পথ এর ব্যাসের –
- সমানুপাতিক
- বর্গের সমানুপাতিক
- ব্যস্তানুপাতিক
- বর্গের ব্যস্তানুপাতিক
12968. আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে?
- শূন্য
- 0.5
- 0.75
- 1
12969. একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে পাঁচগুণ হয়। বায়ুমন্ডলের চাপ 105 Nm-2 হলে হ্রদের গভীরতা কত?
- 45 m
- 43 m
- 48 m
- 40.8 m
12970. কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ এর পরম তাপমাত্রায় –
- সমানুপাতিক
- বর্গমূলের ব্যস্তানুপাতিক
- ব্যস্তানুপাতিক
- বর্গমূলের সমানুপাতিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "আদর্শ-গ্যাস - এইচএসসি-পদার্থবিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1297"