আজকের টিপস: বাংলা সাহিত্যের – যত ছন্দ
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বাংলা সাহিত্যের – যত ছন্দ
বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার যথা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত
● ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে
● স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন সত্যেন্দ্রনাথ দত্ত।
● গদ্য ছন্দের প্রবর্তন করেন সত্যেন্দ্রনাথ দত্ত।
● ছান্দসিক কবি বলা হয় কবি আব্দুল কাদিরকে।
● পয়ার ছন্দে অন্তমিল থাকে
●লৌকিক ছন্দ বলে স্বরবৃত্ত ছন্দকে।
● মুক্তক ছন্দের প্রবর্তন করেন কাজী নজরুল ইসলাম।
● সমিল মুক্তক ছন্দের প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
● যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। ঊনবিংশ শতাব্দীতে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর প্রণীত মেঘনাদ বধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে লিখিত।
A few useful rules of right form of verbs:
Look forward to, with a view to, be addicted to, be used to, get used to, object to, etc. are followed by a ‘Verb+ing’ form.
e.g. I’m looking forward to seeing him.
It is time, it is high time etc., if followed by a subject then the subject is followed by the Past form the verb. But if not followed by subject then use the verb with infinitive ‘to’
e.g. It is high time you realized your mistake.
It is time to open the door.
Lest+ Subject+ should+ others.
e.g. He ran fast lest he should miss the train
Cannot help, could not help, mind, would you mind + Verb+ing.
e.g. We could not help laughing.
Would you mind opening the window?
Wish, as if, as though + subject+ were (be)
e.g. I wish I were as tall as my brother.
Maria walks as though she were lame.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বাংলা সাহিত্যের - যত ছন্দ"