অনলাইনে যেভাবে সেসকল সাইট থেকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা লাইভ দেখবেন।

Bangladesh v Sri Lanka 1st ODI 2017 Live Streaming

১ম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওডিআই লাইভ স্ট্রিমিং ২০১৭

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সিরিজ। ইতোমধ্যে বাংলাদেশ এই সিরিজে তাদের ১০০ তম টেস্ট ম্যাচে জয়ী হয়ে সাড়া ফেলে দিয়েছে। ওদিকে টেস্ট ম্যাচে এমন হারে শ্রীলঙ্কার চলছে লঙ্কাকান্ড।  বিশ্বকাপ জয়ী সাঙ্কাকারা, জয়াবর্ধনের, মালিঙ্গা, দিলশানের মত একসময়ের তারকার দলটি এখন একঝাঁক সম্ভাবনাময়ী তরুণে ঠাসা। যদিও কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার মত দলকে এই তরুণ দলই অনায়াসে হারিয়ে দিয়েছে। তবুও বাংলাদেশ ওডিআই সিরিজটি জয়ের আশাবাদী। তাই এই ওডিআই সিরিজটি হবে খুবই প্রতিযোগীতাপুর্ণ। যারা অফিসে থাকবেন কিংবা অনলাইনে খেলা দেখতে পছন্দ করেন। তাদের জন্য আজ অনলাইলে লাইভ ভিডিও স্ট্রিমিং কিছু সাইটের ভিডিও শেয়ার করবো। যেখান থেকে সহজেই ঝামেলা ছাড়াই খেলা দেখতে। পারবেন।
Bangladesh v Sri Lanka 1st ODI 2017 Live Streaming

Bangladesh v Sri Lanka 1st ODI 2017 Live Streaming
Bangladesh v Sri Lanka 1st ODI 2017 Live Streaming

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার (Ban v SL 1st ODI) সাথে প্রথম অডিআই ম্যাচটি আগামী ২৫ মার্চ ২০১৭ শনিবার দুপুর ৩টায় শুরু হবে। খেলাটি বাংলাদেশ টেলিভিশন (BTV), চ্যানেল নাইন (Channel 9) , টেন ক্রিকেট থ্রি  (Ten Cricket 3) (টিভি) থেকে লাইভ দেখা যাবে। এই চ্যানেলগুলোর কোনটিরই অনলাইনে লাইভ দেখানোর অনুমতি আইসিসি থেকে দেওয়া হয়নি। তাই এদের এখান থেকে অনলাইনে লাইভ দেখা যাবে না। তবে কিছু কিছু স্ট্রিমিং কম্পানি এই খেলাগুলো অনলাইনে প্রচার করে থাকে। এছাড়াও যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন, তারা স্ব স্ব ব্রডব্যান্ড কম্পানির টিভি সার্ভারগুলো থেকে খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও উইলো টিভি (willow tv), হটস্টার (hotstar), ওয়াচক্রিক (watch cric) ইত্যাদি সাইট থেকেও অনলাইনে দেখা যাবে।

HD কোয়ালিটিতে সহজে খেলা দেখার জন্য কিছু সাইট সরাসরি ইউটিউবে ফ্রি স্ট্রিমিং করে থাকে। তার মধ্যে রয়েছে

 ইশিখন.কম,  র‌্যাবিটহোলবিডি,  সিলেটনিউজ২৪

ইত্যাদি। এছাড়াও ইউটিউভ থেকে অন্যান্য লাইভ গুলো দেখার জন্য Bangladesh v Sri Lank Live Streaming লিখে ইউটিউবে সার্চ করবেন। তারপর নিচের চিত্রের মত ফিল্টারিং করে লাইভ অপশন সিলেক্ট করে দিবেন। তাছাড়া চাইলে সময় থেকে today বাছাই করে দিতে পারেন, যাতে আজকে যেসকল ভিডিও লাইভ হচ্ছে সেগুলো দেখাবে।

১ম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওডিআই লাইভ স্ট্রিমিং ২০১৭
১ম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওডিআই লাইভ স্ট্রিমিং ২০১৭

যারা মোবাইল থেকে দেখতে চান, তারা ইউটিউব এপপ ইউজ করতে পারেন। সেখানেও সেটিং এর মধ্যে উপরোক্ত অপশনগুলো পাবেন।

ইউটিউব ছাড়া যারা ফেসবুক থেকে লাইভ দেখতে চান, তারা এই লিংক থেকে ফেসবুক লাইভ পাবেন। খেলা শুরু হওয়া মাত্র উপরোক্ত (ইশিখন.কম ফেসবুক পেজ থেকে খেলা লাইভ দেখা যাবে। বলে এই পেইজ থেকে বলা হয়েছে। এর আগে টেস্টগুলো এই পেইজ থেকে লাইভ প্রচার করা হয়্)

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline